Hibiscus: কমবে মেদ, রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে ক্যান্সার প্রতিরোধে মতো একাধিক ক্ষমতাও জবা ফুলের
উচ্চ রক্তচাপের কারণে যাঁদের ওষুধ খেতে হয়, তারা নিয়মিত করে জবা ফুলের চা খেতে পারেব খান। এতে প্রেসার নিয়ন্ত্রণে আসবে। গবেষকরা জানাচ্ছেন, এটি দেহের ক্ষতিকারক কোলেস্টেরল কমাতেও দারুণ উপকারী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকার্ডিওভাসকুলারের সমস্যাতেও উপকারী এই জবা ফুল। যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, তাদের জন্যও এটি মহাষৌধ। গলা ধরলেও খেতে পারেন জবাফুলের গরম চা।
জবার নির্যাস ব্লাড ক্যান্সারকে প্রতিরোধ করে। জবা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই ফুলের নির্যাসে থাকা অ্যান্থোসায়ানিন লিউকেমিয়া আক্রান্ত কোষকে মেরে ফেলে।
জবা ফুলে ভিটামিন সি রয়েছে, যা হালকা ঠান্ডা লাগা, গলা ব্যথা, মাথা ব্যথা সারিয়ে তুলতে সাহায্য করে। তাই বিশ্বের বিভিন্ন দেশে ভেষজ ওষুধ হিসেবেই জবাকে গুরুত্ব দেওয়া হয়
জবাফুলে খুব শক্তিশালী অ্যান্টিভাইরাল এফেক্ট রয়েছে। অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের হাত থেকে বাঁচতে জবাফুলের নির্যাস কার্যকরী ওষুধ।
পেট ফুলে থাকলে বা শরীরে মেদ জমলে নিয়মিত জবা ফুলের জল খেতে পারেন
জবা বিপাকের গতি বাড়িয়ে দেয় এবং শরীরে জমে থাকা বাড়তি মেদ গলিয়ে দিতে সাহায্য করে। কাজেই যাদের ফ্যাটি লিভার, নিশ্চিন্তে জবার জল পান করুন।
জবা ফুলে থাকা অ্যাসিড ত্বককে এক্সফ্লোয়েট করতে সাহায্য করে। বলিরেখা দূর করতে ও ত্বককে সতেজ করে তুলতে সহায়তা করে।
জবা ফুল মাথার ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। ফলে চুলের ফলিকলগুলিও পুষ্টি পায়। এটি নতুন চুল গজাতেও সাহায্য করে।
বয়স্কদের মূত্রনালির সংক্রমণেও জবাফুলের চা ভাল কাজ দেয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -