Dinner on Independence Day: স্বাধীনতা দিবসে রইল ভরপুর ভোজনরসিকদের ডিনার
স্বাধীনতা দিবসে শহরের স্ট্রিট ফুড চেখে দেখতেই পারেন। তবে অবশ্যই হজমের জন্য টক দই খেতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ বাড়ির কর্তাদের মতো ছুটি পেতে ইচ্ছে করে গিন্নিদেরও। তার প্রতি অবশ্যই যত্ন নেওয়া উচিত।
আজ অধিকাংশ বাড়িতেই ছুটির আড্ডা চলছে। তবে আড্ডা শেষে ঘুরতে বেরোনোর প্ল্যান অনেকেরই রয়েছে।
রাত বাড়লেই আজ অনেকেই ডিনারের জন্য পছন্দের রেস্তোরায় যাবেন পরিবারকে নিয়ে।
চারিদিকে বৃষ্টি পড়ছে। এই আবহাওয়া অবশ্যই মন জমাবে চিকেন-মটনের নানা আইটেম।
চিলি চিকেন হোক কিংবা স্মোকি চিকেন, আজ সব লোভনীয় পদই জিভে জল আনবে।
তবে বেশি রাত করে খেলে ভারী খাবার এড়িয়ে চলবেন। ক্লোরেস্টেরল থাকলে মটন এড়িয়ে যাবেন।
চিকেন উইংস হোক, কিংবা ফ্রায়েড, বেশি রাতের আগেই জমিয়ে খান। রায়তা বা স্যালাড রাখুন পাশে।
তবে হ্যা মেয়োনিজ হলে বেশি খাবেন না, প্যাকিজিং দ্রব্য যতোটা পারুন এড়িয়ে চলুন।
চিকেন বা মটন যাই খান না কেন, ভাল করে চেক করে নেবেন, সেটা ফ্রেশ কিনা। তবে আর কি জমিয়ে উপভোগ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -