Social Media Addiction: সোশ্যাল মিডিয়ায় বুঁদ ? আসক্তি এড়াতে চাইলে যেগুলি না জানলেই নয়

Social Media Avoid Tips: স্যোশ্যাল মিডিয়ার আসক্তি মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুতেই কিছু করতে পারছেন না, অথচ বুঝতে পারছেন ক্ষতি হচ্ছে। ঘাবড়াবেন না। মুক্তির উপায় আছে।

সোশ্যাল মিডিয়ায় বুঁদ ? আসক্তি এড়াতে চাইলে যেগুলি না জানলেই নয়

1/10
স্যোশ্যাল মিডিয়ার আসক্তি মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুতেই কিছু করতে পারছেন না, অথচ বুঝতে পারছেন ক্ষতি হচ্ছে। ঘাবড়াবেন না। মুক্তির উপায় আছে।
2/10
সবার প্রথমে আপনার ফোনের সমস্ত সোশ্যাল অ্যাপগুলি আনইন্সস্টল করে দিন। অন্তত প্রথম এই ধাপটি করে দেখুন হাতে নাতে ফল মিলবে।
3/10
মোবাইল ব্যবহার করুন শুধু মাত্র ব্যাঙ্ক, জরুরী পরিষেবা এবং ফোন করার জন্য। বাকিগুলি থেকে সরে আসুন।
4/10
অনলাইনের পরিবর্তে আপনার বন্ধুবান্ধবের সঙ্গে সরাসরি গিয়ে সময় কাটাতে পারেন। এতেও আপনার মনের উপর ভাল প্রভাব পড়বে।
5/10
ইন্টারনেটকে আরও ভালভাবে ব্যবহার করা যায়। ইন্টারনেটে আপনি বই পড়ার অভ্যেস তৈরি করতে পারেন।
6/10
ঘুমানোর আগে মোবাইল ফোন সরিয়ে রাখুন। ফোন বন্ধ করতে হবে না। কাছে না নিয়ে ঘুমোলেও অনেকাংশে আসক্তি থেকে বেরিয়ে আসা সম্ভব।
7/10
ট্রেনে বাসে চলাফেরা করলে বাইরের প্রকৃতি উপভোগ করুন। গান শুনুন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় নৈবনৈব চ।
8/10
দরকারে ফোনের ইন্টারনেট কানেকশন অফ রাখুন। মাঝে মাঝে অন করে মেইল বা জরুরী মেসেজ এসেছে কিনা দেখে নিন।
9/10
বাইরে বেরিয়ে সম্ভব হলে মোবাইল ফোন ব্যাগের মধ্যেও রাখতে পারেন। ভলিউম সর্বোচ্চ দিয়ে রাখুন। তাহলে কল এলে মিসও হবে না। সোশ্যাল মিডিয়া থেকেও দূরে থাকা যাবে।
10/10
আশা করা যায়, আপনি এই পন্থাগুলি অনুসরণ করলে অনেকাংশেই সোশ্যাল মিডিয়ার আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন।
Sponsored Links by Taboola