Krishna Janmashtami 2021: জন্মাষ্টমীর গুরুত্ব কতটা ? কোন শুভক্ষণে পুজো করলে উপকার পাবেন?

কোন শুভক্ষণে পুজো করলে উপকার পাবেন?

1/9
শ্রী কৃষ্ণের জন্মদিনটিকে সাড়ম্বরে পালন করে গোটা দেশ। ভাদ্রপদ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রী কৃষ্ণের। সেই থেকেই জন্মাষ্টমী পালন করার প্রথা চলে এসেছে।
2/9
এ বছর ৩০ অগাস্ট সেই উৎসব পালিত হবে। এই জন্মাষ্টমী ঘিরে উত্তর থেকে দক্ষিণ ভারতে একাধিক পুজো রীতিতে উৎসব আয়োজিত হয়।
3/9
কৃষ্ণ জন্মাষ্টমীর প্রস্তুতি ইতিমধ্যেই মন্দিরে মন্দিরে শুরু হয়েছে। জন্মস্থান বৃন্দাবনেও জন্মাষ্টমীর প্রস্তুতি চলছে পুরোদমে। দিনরাত পরিশ্রম করে লাড্ডু, গোপালের পোশাক তৈরিতে মত্ত কারিগররা।
4/9
ভগবান শ্রী কৃষ্ণের যা পছন্দ সেই সবই জন্মদিনের দিন তার সামনে সাজিয়ে হাজির করে ভক্তকূল। অষ্টমীর দিনে জন্ম নেওয়াশ্রীকৃষ্ণকে বিষ্ণুর অবতার বলে মনে করা হয়।
5/9
সারাদিন উপোস রেখে চলে পূজা-পার্বন। এই দিনটিতে কৃষ্ণ জন্মাষ্টমীর গুরুত্ব রয়েছে অনেকটাই। কোনও দম্পতি সন্তান চাইলে এই দিনটিকে শুভ বলে মনে করা হয়। ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হয় বলে বলা হয়ে থাকে।
6/9
জ্যোতিষশাস্ত্র অনুসারেও এই দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয়ে থাকে যে যাদের জন্মপত্রিকায় চন্দ্র দুর্বল অবস্থানে রয়েছে, তাদের জন্য এই উপাচার গুরুত্বপুর্ণ।
7/9
৩০ অগাস্ট রাত ১১:৪৭ মিনিট থেকে ৩১ অগাস্ট ১২:৩২ মিনিটে পালিত হবে নিশীথ পুজো। সেই সময় ৪৫ মিনিট সময় হাতে থাকে পুজো পাঠের জন্য। এই সময় শ্রীকৃষ্ণের জন্ম হয় বলে ধরে নেওয়া হয়।
8/9
এই দিন গোপালকে একাধিক সুগন্ধীতে সাজিয়ে তাঁকে স্নান করানোর রীতি প্রচলিত। এরপর নতুন পোশাক পরিয়ে তাঁকে সাজানো হয়।
9/9
দূর্বা ঘাস ও চন্দনে গোপালকে স্নানের পর সাজানো হয়। স্নান করানো হয় দুধ দিয়ে। ৩০ অগস্ট, রাত ১১টা ৫৯ মিনিট থেকে ১২টা ৪৪ মিনিট পর্যন্ত পুজোর শুভক্ষণ। ৩০ অগস্ট রাত ১টা ৫৯ মিনিট পর্যন্তই রোহিণী নক্ষত্র থাকবে।
Sponsored Links by Taboola