Brain Health News: সাধারণ লক্ষণ ক্রমেই হয় জটিল, এগুলোই মস্তিষ্কে কম রক্ত পৌঁছনোর লক্ষণ !

Lack of oxygen to the brain: কোষে যে ক্রমাগত বিপাক চলে, তার জন্য দরকার অক্সিজেন। অক্সিজেনের ঘাটতি হলে এই কোষে বিপাক পদ্ধতি চলে , তার থেকে এনার্জি কম পরিমাণে তৈরি হয়। তাই অক্সিজেনের ঘাটতি মানেই...

মস্তিষ্কে কম অক্সিজেন পৌঁছনোর লক্ষণ

1/10
মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছায় - এমন কথা অনেক ক্ষেত্রে শুনেছেন বহু জন। তবে কী এই রোগ ? কতটাই বা খতরনাক? মস্তিষ্কে অক্সিজেন কম যাচ্ছে বুঝবেনই বা কীভাবে ?
2/10
মস্তিষ্কই নিয়ন্ত্রণ করে আমাদের শরীরের যাবতীয় কার্যকলাপ। মস্তিষ্কের সঠিক কার্যকলাপের জন্য প্রয়োজন পর্যাপ্ত অক্সিজেন । এই অক্সিজেন মাথায় বয়ে নিয়ে যায় রক্তবাহক ধমনী, হিমগ্লোবিন বা লোহিত রক্তকণিকা মারফত। ভয়ঙ্কর কিছু ? এই নিয়ে বিস্তারিত আলোচনায় বিশিষ্ট চিকিৎসক শুদ্ধসত্ত্ব চট্টোপাধ্যায় ।
3/10
কোষে যে ক্রমাগত বিপাক চলে, তার জন্য দরকার অক্সিজেন। অক্সিজেনের ঘাটতি হলে এই কোষে বিপাক পদ্ধতি চলে , তার থেকে এনার্জি কম পরিমাণে তৈরি হয়। তাই অক্সিজেনের ঘাটতি মানেই শক্তি কম তৈরি হওয়া ।
4/10
হিমোগ্লোবিনে ঘাটতি থেকেও মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছতে পারে। যখন বোন-ম্যারো পর্যাপ্ত পরিমাণে লোহিত রক্তকণিকা তৈরি করতে পারছে না বা লোহিত রক্তকণিকার মধ্যে যদি হিমোগ্লোবিন কম থাকে বা যদি আয়রনের ঘাটতি থাকে, তাহলে অনেক সময় ব্রেনে অক্সিজেন কম পৌঁছায়।
5/10
ভিটামিন বি১২ বা ফোলিক অ্যাসিডের ঘাটতিতেও হিমোগ্লোবিনে ঘাটতি হতে পারে। বা থ্যালাসেমিয়া ও অন্যকোনও জন্মগত সমস্যাতেও হিমোগ্লোবিনের ঘাটতি হতে পারে।
6/10
ফুসফুসে সমস্যা হলেও রক্তে অক্সিজেনের ঘাটতি হতে পারে। যেমন - সিওপিডি , অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া , নিউমোনিয়া, ফুসফুসের ক্যানসার, বুকে জল জমা ইত্যাদি সমস্যায় মস্তিষ্কে অক্সিজেন কম পৌঁছতে পারে।
7/10
হৃদপিণ্ডের কার্যকারিতা যদি ভাল না হয়, তখনও কম রক্ত মস্তিষ্কে পৌঁছাতে পারে। যেমন - হার্ট অ্যাটাক, হার্ট ব্লক, জন্মগত কিছু হার্টের অসুখ থেকেও কম রক্ত মস্তিষ্কে পৌঁছয়।
8/10
মস্তিষ্কে কম অক্সিজেন পৌঁছলে নানারকম সাধারণ থেকে জটিল সমস্যা দেখা যেতে পারে। মস্তিষ্কে কম অক্সিজেন পৌঁছলে দুর্বল লাগবে, অল্পেতেই ঘুম ঘুম পাবে। রাতে যথেষ্ট ঘুমের পরও দিনে খালি ঘুম পাবে। সামান্য কায়িক পরিশ্রমেই ক্লান্তি ঘিরে ধরবে ।
9/10
সমস্যা জটিল হলে ভুলে যাওয়া, ভুল বকা, অসংলগ্ন কথাবার্তার সমস্যা - ইত্যাদি হতেই পারে। তবে হ্যাঁ মাথা কাজ করা বন্ধ করবে না, সহজেই ক্লান্ত হয়ে পড়বে।
10/10
এই রকম সমস্যা হলেই দেরি করবেন না। কেন মাথায় অক্সিজেন কম পৌঁছচ্ছে, সেই কারণটি খুঁজে নিয়ে ডাক্তাররা তার চিকিৎসা করেন।
Sponsored Links by Taboola