Mutton Tandoori : মটন তন্দুরী রোস্ট বানিয়ে মন জয় করুন সবার
Make Mutton Tandoori Roast:বাড়িতে বসেই তিরিশ মিনিটেই মটন তন্দুরী রোস্ট বানানো সম্ভব। জেনে নিন কীভাবে।
মটন তন্দুরী রোস্ট বাড়িতেই বানিয়ে মন জয় করুন সবার
1/10
বাড়িতে বসেই তিরিশ মিনিটেই মটন তন্দুরী রোস্ট বানানো সম্ভব। তবে তার জন্য বাজার থেকে সামনে দাঁড়িয়ে ফ্রেশ মটন কিনে আনবেন।
2/10
স্বল্প সময়ের ভিতরেই বাড়িতে বসেই মাইক্রোওয়েভে বানান মটন তন্দুরী রোস্ট। আজ্ঞে হ্যাঁ, এটা সম্ভব। এক ঘন্টা নয়, সব কিছু গুছিয়ে এইভাবে করলে সত্যিই তিরিশ মিনিটেই বাজিমাত করতে পারেন।
3/10
সবার আগে বাজার থেকে ফ্রেশ মটন কিনে আনুন। পারলে বাড়িতেই টক দই পাতান। টাটকা লেবু কিনে রাখুন। প্রথমে লেগপিস ভাল করে ধুয়ে নিন লেবু দিয়ে ভাল করে ম্যারিনেট করুন ।
4/10
ফ্রেশ বাটার রেডি রাখুন। বাড়িতে বসে হোটেলের মটন তন্দুরী রোস্টের টেস্ট পেতে অবশ্য এক টুকরো কয়লা রেডি রাখুন।
5/10
এবার গরম মশলা, তন্দুরী মশলা, কাশ্মীরি লঙ্কার গুড়ো রেডি রাখুন। বাড়িতেই মাইক্রোওয়েভে দেওয়ার আগে মটনগুলি সব উপকরণ সহযোগে সাজিয়ে নিন।
6/10
নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে মাখান মটন পিসগুলিকে। ছোট পাত্রে এক টুকরো কয়লা রেখে স্মোকি ফ্লেবার আনুন।বাটার দিয়ে কভার করুন মটনকে এবং ভিতরে ট্রেতেও ছড়িয়ে দিন।
7/10
এবার হালকা আঁচে রাখুন যাতে মটন তন্দুরী রোস্ট বানাবেন। মাইক্রোওয়েভে করলে ভিতরের ট্রে-তে বাটার ছড়িয়ে দিন।
8/10
ধীরে ধীরে এবার মটন পিসগুলিকে মাইক্রোওয়েভে দিন। এবার ভিতরে স্মোকি ফ্লেবার আনার জন্য কয়লা রাখুন একদম শেষে। আলাদা করে ধনেপাতা কিংবা পুদিনার চাটনি মিক্সিতে বানিয়ে নিন।
9/10
অনেকে মেয়োনিজ সহযোগে খেতে ভালোবাসেন। তবে হ্যা সব উপকরণ মাখিয়ে ম্যারিনেটের পর, সত্যিই তিরিশ মিনিটেই মটন তন্দুরী রোস্ট বানানো সম্ভব।
10/10
অবাক করে দিতে পারেন বাড়িতে আসা অতিথিদেরকেও। কিংবা তিরিশ মিনিটেই মটন তন্দুরী রোস্ট বানিয়ে বাইরে ঘুরতে বেরিয়েও খেতে পারেন।
Published at : 30 Jul 2022 06:33 PM (IST)