Modular Kitchen: রান্নাঘরের মেকওভারে কী কী নজরে রাখবেন ?

Smart Kitchen: রান্নাঘরের মেকওভার করতে সবার আগে কী কী নজরে রাখবেন ? রইল খুঁটিনাটি সব বিবরণ।

রান্নাঘরের মেকওভারে কী কী নজরে রাখবেন ?

1/10
রান্নাঘরের মেকওভার করতে সবার আগে নজরে রাখুন, রঙ। কারণ রঙই আপনার রান্নাঘরের আসবাব, যাবতীয় সরঞ্জামকে ফুটিয়ে তুলবে।
2/10
রান্নাঘরের ভেন্টিলেটরটিকেও গুরুত্ব দিন। কারণ ভেন্টিলেটর থেকে পুরোপুরি উষ্ণ বায়ু বের হতে না পারলে সমস্যা তৈরি হবে।
3/10
রান্নার তেল-মশলা মিশ্রিত গ্যাস সবসময় নির্গমণের জন্য অনেকেই কিচেন চিমনি লাগান, তবে তাতেও কয়েকটি বিষয় খেয়ালে রাখতে হবে।
4/10
প্রথমত, আপনার পরিবার কতটা পরিমাণে তেল ব্যবহার করে রান্নায়, সেটা বুঝে চিমনি কিনতে হবে। কিন্তু চিমনি ব্যবহারের পরেও কিছু গ্যাস ছড়িয়ে যায় রান্নাঘরেই।
5/10
তাই রান্নাঘরে চিমনি থাকলেও, রান্নাঘরের ঘুলঘুলি ঠিক করে রাখতে হবে। নির্গমনের পথ কিছুদিন পরপরই পরিষ্কার করলে তাই ভালো হয়।
6/10
হালফ্যাশানের রান্নাঘরে বার্নার, ওটিজি, মাইক্রোওভেন খুবই গুরুত্বপূর্ণ। এরপরেও প্রশ্ন থেকে যাচ্ছে, কী কিনবেন, কেন কিনবেন এবং কোথায় রাখবেন ?
7/10
আপনি আপনার পছন্দের মতো ব্র্যান্ড কিনতেই পারেন, তবে কেনার আগে তার সব কিছু সমন্ধে জেনে নিন। কারণ দামের সঙ্গে কারেন্ট কনজিউম থেকে শুরু করে রেজিটেন্স সবই জানা জরুরী।
8/10
এবার কথা হচ্ছে আপনি চাই পাশ্চাত্যের স্টাইলে সাজাতেই পারেন। সেক্ষেত্রে আপনাকে বড় এবং খোলামেলা রান্নাঘর তৈরি করতে হবে। আপনি বার্নারের নিচে জায়গা বানিয়ে ওটিজি রাখতে পারেন।
9/10
আপনি চাইলে বাইরে থেকে গ্যাসের পাইপ লাইন নিতে পারেন। সেক্ষেত্রে রান্নাঘরের সুরক্ষা বেড়ে যাবে। এবং আপনার সিলিন্ডার রাখার জায়গাটাও বেঁচে যাবে।
10/10
রান্নাঘরে ফ্রিজ, জলের লাইনও খুবই গুরুত্বপূর্ণ। আপনি চাইলে রান্নাঘরের ভিতরে ডাইনিং টেবিলও রাখতে পারেন। অনেকেই একই জায়গায় ড্রয়িং এবং ডাইনিং টেবিল রাখতে পছন্দ করেন।
Sponsored Links by Taboola