Lifestyle Tips: গরম চায়ে মুখ পুড়েছে? সঙ্গে সঙ্গে আরাম পেতে কী কী করবেন?
ছবি সূত্র- পিক্সেলস। চা কিংবা কফি খেতে গিয়ে জিভ পুড়ে গেলে সামান্য নুন মেশানো জল দিয়ে কুলকুচি করে নিলে আরাম পাবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সূত্র- পিক্সেলস। যে অংশ পুড়ে গিয়েছে, নুন মেশানো জল ওই অংশে লাগলে ইনফেকশনের প্রবণতা কমবে।
ছবি সূত্র- পিক্সেলস। চা-কফি খেতে গিয়ে জিভ পুড়ে গেলে সেই অংশে অ্যালোভেরা জেল লাগিয়ে দিন। আরাম পাবেন।
ছবি সূত্র- পিক্সেলস। যেকোনও জায়গা পুড়ে গেলেই ব্যথা-জ্বালা হয়। এই সমস্যা কমাতে সাহায্য করবে অ্যালোভেরা জেল।
ছবি সূত্র- পিক্সেলস। জিভ কিংবা মুখের ভিতরের কোনও অংশ চা-কফি খেতে গিয়ে পুড়ে গেলে সেই অংশে মধু লাগিয়ে রাখতে পারেন।
ছবি সূত্র- পিক্সেলস। মধুর মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপকরণ থাকার ফলে পুড়ে যাওয়া জায়গার জ্বালা কমাবে। ক্ষতস্থান দ্রুত শুকাতেও সাহায্য করবে।
ছবি সূত্র- পিক্সেলস। জিভ কিংবা মুখের ভিতর পুড়ে গেলে কোনও কিছু খেতে গেলেই সমস্যা হয়। এমনকি জল খেতে গেলেও সমস্যা হবে আপনার।
ছবি সূত্র- পিক্সেলস। এই পরিস্থিতিতে আপনি ঠান্ডা দুধ কিংবা ইয়োগার্ট খেতে পারেন। আরাম পাবেন নিশ্চিত ভাবে।
ছবি সূত্র- পিক্সেলস। গরম চা কিংবা কফি খেতে গিয়ে জিভ বা মুখের ভিতরের অংশ পুড়ে যাওয়ার ঘটনা অনেকের ক্ষেত্রেই হয়ে থাকে।
ছবি সূত্র- পিক্সেলস। সঙ্গে সঙ্গে আরাম পেতে চাইলে ঠান্ডা জল খেতে পারেন। এছাড়াও পুড়ে যাওয়া জায়গায় ঘষতে পারেন বরফের টুকরো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -