Loneliness Epidemic: মহামারির আকার নিয়েছে একাকীত্ব, সিলিকন ভ্যালিতে জরুরি অবস্থার ঘোষণা
একাকীত্বের জ্বালা কী, তা ভুক্তভোগীরাই বোঝেন। জীবনের কোনও না কোনও সময়, এই একাকীত্বের যন্ত্রণা সহ্য করতে হয় আমাদের। শারীরিক অসুস্থতার মতো একাকীত্ব ততটা গুরুত্ব পায়নি এতদিন। তবে সময়ের সঙ্গে চারপাশে পরিবর্তন আসতে শুরু করেছে। ছবি: ফ্রিপিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকাকীত্ব যে অত্যন্ত গুরুতর সমস্যা এতদিনে তা বুঝতে শুরু করেছি আমরা। তবে অনেক সময়, সব বুঝেও কিছু করার থাকে না, তাই একাকীত্ব দূরীকরণেও তেমন সচেতনতা তৈরি হয়নি। তবে এ ব্যাপারে পদক্ষেপ করল আমেরিকা। ছবি: ফ্রিপিক।
আমেরিকার সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া উপকূলীয় এলাকা সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত গোটা বিশ্বে। বিশ্বের তাবড় প্রযুক্তিবিদ, উদ্ভাবনকারীদের আনাগোনা এখানে। কিন্তু বিশ্ব-সংসারকে ভার্চুয়াল দুনিয়ার অংশ করে তুললেও, সেখানকার রোজগেরেরাও একাকীত্বে ভোগেন। ছবি: ফ্রিপিক।
ওই সিলিকন ভ্যালি থেকেই এবার একাকীত্বের বিরুদ্ধে সংগ্রাম শুরু হল। সেখানকার স্থানীয় প্রশাসন একটি প্রস্তাব পাশ করেছে, যাতে একাকীত্বকে জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে একাকীত্বকে জরুরি অবস্থা বলে ঘোষণা করা হয়েছে। ছবি: ফ্রিপিক।
একাকীত্ব যে আজকের দিনে পৃথিবীতে সবচেয়ে বড় অসুখ, বেশ কয়েক মাস আগেই সেই দাবি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি একাকীত্ব থেকেই কার্জিওভাস্কুলার রোগ, ডিমেনশিয়া, স্ট্রোক, অবসাদ, উৎকণ্ঠা এবং অকালমৃত্যু ঘটে বলে জানিয়েছিল তারা। ছবি: ফ্রিপিক।
তার পরই, গত ৩০ জানুয়ারি সিলিকন ব্যালির সান মাটিও কাউন্টিতে একাকীত্বকে জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাব পাশ হয়েছে। সর্বসম্মতিতে ওই প্রস্তাব পাশ হয়েছে সেখানে। বলা হয়েছে, একাকীত্ব স্বাস্থ্যের উপর মারাত্মক প্রভাব ফেলে। দিনে এক প্যাকেট সিগারেটে সুখটান দেওয়ার মতোই এর প্রভাব মারাত্মক। ছবি: ফ্রিপিক।
শুধু তাই নয়, ক্যালিফোর্নিয়ায় আলাদা করে একাকীত্ব সামাল দেওয়ার মন্ত্রক এবং একজন মন্ত্রী নিয়োগের প্রস্তাবও উঠে এসেছে। বলা হয়েছে, একীকাত্বে ভোগেন যাঁরা, নিঃশব্দে যন্ত্রণা সহ্য করে যাচ্ছেন তাঁরা। বিশেষ করে অতিমারির পর থেকে একাকীত্ব আরও বেশি থাবা বসিয়েছে। ছবি: ফ্রিপিক।
এর আগে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একাকীত্ব নিয়ে ‘Our Epidemic of Loneliness And Isolation’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছিল। তাতে বলা হয়, দিনে ১৫টি সিগারেটে টান দেওয়া যতটা ক্ষতিকর, একাকীত্বও মানুষের স্বাস্থ্যের জন্য ততটাই ক্ষতিকর। ছবি: ফ্রিপিক।
একাকীত্বে ভুগতে ভুগতে একটা সময় মানুষ সমাজ-সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যান, এর চেয়ে বড় যন্ত্রণা কিছু হতে পারে না বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্থূলতা এবং শারীরিক প্রতিবন্ধকতার চেয়েও একাকীত্ব মারাত্মক বলে জানায় তারা। ছবি: ফ্রিপিক।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, একাকীত্ব দূরীকরণে কমিশন অন সোশ্যাল কানেকশন প্রকল্প আনতে চলেছে তারা, যার আওতায় সমাজ-সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানুষজনকে আবারও সমীজের সঙ্গে মানসিক সংযোগ গড়ে তুলতে সাহায্য করা হবে। ছবি: ফ্রিপিক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -