Mahashivaratri 2021: ত্রিপুরায় শিবের আবাসস্থল উনকোটি
ত্রিপুরার অন্যতম তীর্থক্ষেত্র উনকোটি। পাহাড়ের গায়ে খোদাই করা শিব, গণেশ সহ অন্যান্য দেব-দেবীর মূর্তিগুলি উনকোটির আকর্ষণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appউনকোটি শব্দের অর্থ এক কোটির চেয়ে এক কম। কিংবদন্তী অনুযায়ী, ত্রিপুরার এই তীর্থক্ষেত্রে এক কোটির চেয়ে একটি কম মূর্তি রয়েছে।
উনকোটি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনি শোনা যায়। তার মধ্যে কোনটি আসল, তা জানা যায় না। তবে অনেকেই আধ্যাত্মিক বিশ্বাসের জন্য এখানে যান।
একটি কাহিনি অনুসারে, কালু কামার নামে এক স্থাপত্যকার দেব পার্বতীর ভক্ত ছিলেন। তিনি একবার শিব-পার্বতীকে তাঁদের সঙ্গে কৈলাসে নিয়ে যাওয়ার অনুরোধ জানান। মহাদেব বলেন, এক রাত্রের মধ্যে এক কোটি দেব-দেবীর মূর্তি তৈরি করতে হবে। কালু কামার এক কোটির চেয়ে একটি কম মূর্তি তৈরি করতে সক্ষম হন। সেই কারণে তাঁর পক্ষে কৈলাসে যাওয়া সম্ভব হয়নি। তবে মূর্তিগুলি রয়ে গিয়েছে।
iঅন্য একটি কাহিনি অনুযায়ী, শিব একবার দেব-দেবীদের নিয়ে বারাণসী যাচ্ছিলেন। শিব সহ দেব-দেবীর সংখ্যা ছিল এক কোটি। তাঁরা রাত্রিবাস করার জন্য ত্রিপুরার এই জায়গায় থামেন। পরদিন সূর্যোদয়ের আগেই রওনা হওয়ার কথা ছিল। কিন্তু শিব ছাড়া আরও কোনও দেব-দেবীর ঘুম ভাঙেনি। ফলে তাঁদের ফেলে রেখে শিব একাই বারাণসীর উদ্দেশে রওনা হন এবং বাকি দেব-দেবীরা পাথর হয়ে যান।
উনকোটিতে শিব ছাড়াও কালভৈরব, গণেশ, বিষ্ণু, দুর্গা, রাম সহ বিভিন্ন দেব-দেবীর মূর্তি আছে।
ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ১৭৮ কিলোমিটার দূরে রঘুনন্দন পাহাড়ে উনকোটি।
ইতিহাসবিদদের মতে, অষ্টম বা নবম শতকে উনকোটির মূর্তিগুলি তৈরি হয়েছে। তবে এ বিষয়ে নির্দিষ্টভাবে কোনও তথ্য পাওয়া যায় না।
উনকোটির সর্বত্র এই ধরনের মূর্তি দেখা যায়।
রঘুনন্দন পাহাড়ে মূর্তিগুলির পাশাপাশি ঝর্ণাও রয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -