Maternal Mental Stress :মায়ের প্রচণ্ড টেনশন, অস্থিরতা? সন্তানের ভবিষ্যৎ হতে পারে ভয়ঙ্কর, গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
মাতৃত্বকালীন চাপ ও উদ্বেগ শুধুমাত্র মাকেই প্রভাবিত করে না, এটি সরাসরি ভ্রূণের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলে, বলছেন চিকিৎসকরা।
মায়ের প্রচণ্ড টেনশন, অস্থিরতা? সন্তানের ভবিষ্যৎ হতে পারে ভয়ঙ্কর
1/9
সন্তান জন্মের আগে হবু-মাকে খুশি মনে থাকার পরামর্শ দিয়ে থাকেন বাড়ির বড় রা। অনেকেই এর বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে এ কথা একদম ঠিক, মায়ের মনের সঙ্গে শিশুর স্বাস্থ্যের গভীর সম্পর্ক।
2/9
মাতৃত্বকালীন চাপ ও উদ্বেগ শুধুমাত্র মাকেই প্রভাবিত করে না, এটি সরাসরি ভ্রূণের মস্তিষ্কের বিকাশে প্রভাব ফেলে, বলছেন চিকিৎসকরা।
3/9
গর্ভাবস্থায়, যখন কোনও মহিলা দীর্ঘস্থায়ী মানসিক চাপে ভোগেন, এর ফল মারাত্মক হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।
4/9
মায়ের গর্ভে থাকাকালীন মা অবসাদে ভুগলে, শিশুর মস্তিষ্কের বিকাশ, মানসিক বিকাশে বিলম্ব হতে পারে। পরবর্তী জীবনে মানসিক স্বাস্থ্য সমস্যা হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়।
5/9
সারা বিশ্বে প্রায় ১০-১৩% গর্ভবতী মহিলা মানসিক স্বাস্থ্যজনিত ব্যাধিতে ভোগেন। ভারতের মতো উন্নয়নশীল দেশগুলিতে, এই সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেশি।
6/9
জন্মের পরও যদি মায়ের মানসিক স্বাস্থ্য খারাপ থাকে, তাহলে শিশুর যত্ন নেওয়া, তাকে লালন করা, মানসিক বন্ধন গড়ে তোলা ও স্তনদানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
7/9
স্নায়ুর বিকাশে দেরি, শিশুর সামাজিক যোগাযোগের সমস্যা এবং এমনকি কথা বলতে বিলম্বও হতে পারে । মাতৃত্বকালীন মানসিক স্বাস্থ্য তাই খুব গুরুত্বপূর্ণ।
8/9
মানসিক সুস্থতা মাতৃত্বকালীন পুষ্টির সঙ্গেও জড়িত। এর থেকে আয়রন, ফোলিক এসিড বা ওমেগা-৩ ফ্যাটি এসিড এর ঘাটতিও হতে পারে। তা শিশুর বৌদ্ধিক বিকাশেও প্রভাব ফেলতে পারে।
9/9
গর্ভাবস্থায় মাতৃত্বকালীন চাপ, বিশেষ করে কোনও মানসিক আঘাত বা অনিশ্চয়তা শিশুদের বিকাশজনিত বিলম্ব তৈরি করে। উদ্বেগ বাড়ে। দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যার উচ্চ ঝুঁকির সঙ্গে যুক্ত
Published at : 11 Apr 2025 04:13 PM (IST)