Migraine : ভাবছেন মাইগ্রেন কোনওদিন সারবেই না? তাহলে জেনে রাখুন এই ১০ গুরুত্বপূর্ণ তথ্য

মাইগ্রেন নাকি ওষুধ সারে না, এমন ধারণা অনেকের। কিন্তু ঠিক সময়ে নিউরোলজিস্টের কাছে গেলে সারতে পারে মাইগ্রেন।

Migraine : ভাবছেন মাইগ্রেন কোনওদিন সারবেই না? তাহলে জেনে রাখুন এই ১০ গুরুত্বপূর্ণ তথ্য

1/10
মাইগ্রেন একটি দীর্ঘস্থায়ী স্নায়ুর রোগ।  যা সারা বিশ্বে ১০ কোটিরও বেশি মানুষ মাইগ্রেনে ভোগেন। মাইগ্রেনে ভুগে বহু মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত।
2/10
মাইগ্রেন নাকি ওষুধ সারে না, এমন ধারণা অনেকের। কিন্তু ঠিক সময়ে নিউরোলজিস্টের কাছে গেলে সারতে পারে মাইগ্রেন। রেহাই মিলতে পারে দীর্ঘ মেয়াদী স্নায়ুর অসুখ থেকে। 
3/10
উন্নত থেরাপি এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে, মাইগ্রেন ভালভাবে সারিয়ে তোলা যায়। মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিরা স্বাভাবিক জীবনযাপন করতে পারে।
4/10
২০ - ৪০ বছর বয়সী মহিলাদের মধ্যে মাত্র  ১০-১৫% মাইগ্রেন আছে। মাইগ্রেন একটি নির্দিষ্ট  অসুখ, এবং এর জন্য অবিলম্বে চিকিৎসার প্রয়োজন।
5/10
অনেকে মাথাব্যথার সমস্যাকে তুচ্ছ মনে করেন। ওভার দ্য কাউন্টার ওষুধ কিনে সাময়িক রেহাই মেলে। কিন্তু  চিকিৎসা ছাড়া মাইগ্রেন সারে না। 
6/10
বারবার মাথাব্যথা, বমি বমি ভাব? বেশি আলো আর চ্যাঁচামেচিতে দ্বিগুণ হয় যন্ত্রণা? এগুলিই মাইগ্রেনের উপসর্গ
7/10
মাইগ্রেন জিনগত কারণেও পেয়ে থাকেন। মা-ঠাকুমা বা পূর্বসূরিদের কারও মাইগ্রেন থাকলে আপনাকে বাড়তি সতর্কতা নিতেই হবে। 
8/10
কোনও কোনও মাইগ্রেনের রোগীদের কিছু ওয়ার্নিং সাইন থাকে। একে বলে অরা। মাথা যন্ত্রণা শুরু হওয়ার আগেই তা মালুম পড়ে।
9/10
কী কী লক্ষণ ? চোখের মধ্যস্থল থেকে যন্ত্রণা, মাথা যন্ত্রণা  চোখে আলোকবর্তিকা দেখা , মুখের মধ্যে ঝনঝনিয়ে ওঠা 
10/10
মাইগ্রেনের যন্ত্রণা কয়েক ঘণ্টা থেকে মাসের ১৫ দিন অবধি ভোগাতে পারে। 
Sponsored Links by Taboola