Monsoon Essentials: বর্ষায় বাইরে বেরোলে কী কী জিনিস সঙ্গে রাখবেন ?

Monsoon Essentials: রাজ্যে ইতিমধ্যেই দিনভর বৃষ্টি হয়ে চলেছে। আর এই নস্টালজিয়ায় অনেকেই বাইরে ঘুরতে বেরোচ্ছেন। তবে রোজকার কাজ হোক কিংবা একঘেয়েমির বাইরে ঘুরতে যাওয়া হোক, জানুন যেগুলি কাছে না রাখলেই নয়।

বর্ষায় বাইরে বেরোলে কী কী জিনিস সঙ্গে রাখবেন ?

1/10
বর্ষায় বাইরে বের হলে অবশ্যই আপনার মোবাইল যত্নে রাখুন। অবশ্যই ওয়াটারপ্রুফ কোনো ব্যাগে মোবাইলকে রেখে দিন।
2/10
ভরা বর্ষায় ঠান্ডা লেগে যাওয়ারও প্রবল সম্ভাবনা থাকে। তাই অবশ্যই ঘুরতে গেলে প্রাথমিক চিকিৎসার দ্রব্যদি সঙ্গে রাখুন।
3/10
বর্ষায় অন্যতম যে জিনিসটা নিতে একেবারেই ভুল করবেন না, তা হল ছাতা।
4/10
বাইক রাইড হোক, কিংবা ঘুরতে গিয়ে পাহাড়ি রাস্তা, রেইনকোট ছোট বড় সকলের জন্য আকর্ষনীয়।
5/10
ঘুরতে যাওয়ার সময় ওয়াটার প্রুফ ব্যাগ সঙ্গে রাখুন। দরকারি ফাইল ব্যাগের ভিতরে রেখে দিন।
6/10
বৃষ্টিতে বাচ্চাদের জন্য নানা রঙের ছাতা কিনে দিন, এতে ওরাও ছাতা নিয়ে বের হতে বিরক্ত হবে না, বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা কমে যাবে।
7/10
তবে যেহেতু প্রবল বর্ষণে রাস্তায় অনেক জল জমে তাই, চাইলে গামবুট পরে বের হতে পারেন।
8/10
প্রবল বর্ষণে কোনও শেডের তলায় গিয়ে দাঁড়ান , এতে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা কমবে।
9/10
বাইরে সপরিবারে ঘুরতে গেলে সবসময় একাধিক ছাতা সঙ্গে রাখবেন।
10/10
বৃষ্টিতে ভ্রমণের সময় ব্যাগটা খুবই জরুরী, তাই দেখে কিনবেন।
Sponsored Links by Taboola