In Pics: বাড়বে এনার্জি, দূর হবে স্ট্রেস, সকালেই করে ফেলুন এই কাজগুলি
সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় কর্ম ব্যস্ততা, যতক্ষণ পর্যন্ত জেগে আছি, ততক্ষণ কিছু না কিছু করতেই থাকি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদিনভর নানা কাজের মধ্যে থাকলেও ক্লান্তি বজায় থাকে। এনার্জি বা কাজের প্রতি আগ্রহ থাকে না একেবারেই।
সারাদিন এরকম সমস্যার সম্মুখীন হলে প্রতিদিনের জীবনে কিছু পরিবর্তন আনা প্রয়োজন, যা শুরু করতে হবে সকাল থেকেই।
ক্লান্তি এড়াতে রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা অভ্যাস করতে হবে। যাতে অফিসে যাওয়ার আগে সব কাজ শেষ করা সম্ভব হয়।
ঘুম থেকে উঠে এক গ্লাস জল পান করতে হবে। অনেক সময় ডিহাইড্রেশন থেকেও ক্লান্তি হয়। শরীরে জলের ঘাটতি হলে কোনও কাজেই এনার্জি পাওয়া যায় না।
প্রতিদিন সকালে অন্তত ১৫ মিনিট থেকে আধ ঘণ্টা যোগব্যায়াম করুন। অথবা মর্নিং ওয়াকও করা যেতে পারে। যাতে মেজাজ থাকবে ফুরফুরে।
জলখাবারে অবশ্যই থাকুক পুষ্টি উপাদানে ভরপুর কোনও খাবার। ব্রেকফাস্টে পেট ভরে করলে সারাদিনের এনার্জি পাওয়া যায়।
ঘুম থেকে উঠেই ফোন বা ল্যাপটপ নিয়ে বসে পড়বেন না। ঘুম থেকে ওঠার পর অন্তত এক ঘণ্টা স্ক্রিন থেকে দূরে থাকুন। এতে স্ট্রেস কমবে।
সকালে অবশ্যই লিখে ফেলুন, সারাদিন কোন কোন কাজ করবেন। নির্দিষ্ট লক্ষ্য থাকলে মানসিকভাবে চাঙ্গা থাকবেন
ঘুম থেকে উঠে গান শুনতে পারেন এতে দূর হবে অস্থিরতা। তবে কখনই তা লাউড মিউজিক নয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -