Morning Walk : প্রাতঃভ্রমণের কী কী উপকারিতা জেনে নিন
প্রাতঃ ভ্রমণ বা দৈনন্দিন হাঁটাচলা আপনার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি কমায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহাঁটাচলার ফলে আপনার হৃদয় ও ফুসফুসের শক্তি বাড়বে। তাতে আপনি শুধু দীর্ঘক্ষণ এক্সারসাইজ করতে সক্ষম হবেন তা-ই নয়, সারাদিন না ক্লান্ত হয়ে কাজও করে যেতে পারবেন। এর জেরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং নানারকম রোগ দূরে থাকে।
দৈনন্দিন হাঁটাচলার ফলে আপনার রক্তচাপ/হাইপারটেনসন কম হয়ে যাবে। কারণ, রোজ হাঁটলে হার্ট আরও দক্ষতার সাথে কাজ করে।(ছবি সৌজন্য : Pixabay)
রোজের হাঁটাচলা রক্তে ভাল কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।(ছবি সৌজন্য : Pixabay)
সাতসকালে আপনি যে অক্সিজেন পাবেন তা আপনাকে সারাদিন সতেজ বা তরতাজা রাখবে।(ছবি সৌজন্য : Pixabay)
যখন নিজেকে ফিট ও স্বাস্থ্যবান মনে করবেন, তখন নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। দৈনন্দিন জীবনের উদ্বেগ কাটাতে সক্ষম হবেন। মনমেজাজ ভাল হয়ে যাবে।(ছবি সৌজন্য : Pixabay)
রোজের হাঁটাচলা আপনার পেশীর পক্ষেও ভাল। এতে আপনার পেশীর উন্নতিসাধন সম্ভব। এছাড়া সহ্যশক্তি বাড়ে। তাতে ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ এক্সারসাইজ সম্ভব।(ছবি সৌজন্য : Pixabay)
সপ্তাহে ৪৫ মিনিট করে চারবার হাঁটলে একজন ব্যক্তি(এভারেজ পার্সন) ডায়েটের পরিবর্তন না করেই বছরে ৮-১০ কেজি ওজন ঝরাতে পারেন। হাঁটাচলা আপনার মেদ ঝরিয়ে সুঠাম শরীর গঠনে সাহায্য করবে।(ছবি সৌজন্য : Pixabay)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -