Morning Walk : প্রাতঃভ্রমণের কী কী উপকারিতা জেনে নিন
ছবি সৌজন্য : Pixabay
1/8
প্রাতঃ ভ্রমণ বা দৈনন্দিন হাঁটাচলা আপনার হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমিয়ে দেয়। করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি কমায়।
2/8
হাঁটাচলার ফলে আপনার হৃদয় ও ফুসফুসের শক্তি বাড়বে। তাতে আপনি শুধু দীর্ঘক্ষণ এক্সারসাইজ করতে সক্ষম হবেন তা-ই নয়, সারাদিন না ক্লান্ত হয়ে কাজও করে যেতে পারবেন। এর জেরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং নানারকম রোগ দূরে থাকে।
3/8
দৈনন্দিন হাঁটাচলার ফলে আপনার রক্তচাপ/হাইপারটেনসন কম হয়ে যাবে। কারণ, রোজ হাঁটলে হার্ট আরও দক্ষতার সাথে কাজ করে।(ছবি সৌজন্য : Pixabay)
4/8
রোজের হাঁটাচলা রক্তে "ভাল" কোলেস্টেরলের মাত্রা বাড়ায়। হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমায়।(ছবি সৌজন্য : Pixabay)
5/8
সাতসকালে আপনি যে অক্সিজেন পাবেন তা আপনাকে সারাদিন সতেজ বা তরতাজা রাখবে।(ছবি সৌজন্য : Pixabay)
6/8
যখন নিজেকে ফিট ও স্বাস্থ্যবান মনে করবেন, তখন নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হবে। দৈনন্দিন জীবনের উদ্বেগ কাটাতে সক্ষম হবেন। মনমেজাজ ভাল হয়ে যাবে।(ছবি সৌজন্য : Pixabay)
7/8
রোজের হাঁটাচলা আপনার পেশীর পক্ষেও ভাল। এতে আপনার পেশীর উন্নতিসাধন সম্ভব। এছাড়া সহ্যশক্তি বাড়ে। তাতে ক্লান্ত না হয়ে দীর্ঘক্ষণ এক্সারসাইজ সম্ভব।(ছবি সৌজন্য : Pixabay)
8/8
সপ্তাহে ৪৫ মিনিট করে চারবার হাঁটলে একজন ব্যক্তি(এভারেজ পার্সন) ডায়েটের পরিবর্তন না করেই বছরে ৮-১০ কেজি ওজন ঝরাতে পারেন। হাঁটাচলা আপনার মেদ ঝরিয়ে সুঠাম শরীর গঠনে সাহায্য করবে।(ছবি সৌজন্য : Pixabay)
Published at : 02 Jul 2021 12:46 PM (IST)