Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Mosquito Coil: মশা তাড়াতে কি ধূপ ব্যবহার করছেন? ভয়ঙ্কর বিপদ ডেকে আনছেন না তো?
মশার কামড় থেকে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে এখন। ম্যালেরিয়া, ডেঙ্গুর পাশাপাশি জাপানিজ এনসেফালাইটিস, ফরস্টে ফিভারও হচ্ছে। আরও নানা ধরনের রোগ দেখা দিচ্ছে মশার কামড় থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমশা তাড়ানোর জন্য তাই অনেকেই কয়েল ব্যবহার করেন। কিন্তু তাতে অনেক ক্ষতি হচ্ছে।
সাম্প্রতিক একটি গবেষণা থেকে জানা গেছে, মশার কয়েলে যে পরিমাণ রাসায়নিক ব্যবহার করা হয়, তা নির্ধারিত মাত্রার থেকে বেশি। মশার কয়েল থেকে কী কী ক্ষতি হতে পারে, তা অনেকেই জানেন না।
মশার কয়েলে ব্যবহৃত বিষাক্ত রাসায়নিক উপাদান বাতাসের সঙ্গে মিশে যায়। সেগুলোই আমাদের নাকে ঢোকে। কয়েলে থাকা কিছু রাসায়নিক পদার্থ ত্বকের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করতে পারে।
এই সমস্যা সব থেকে বেশি হয় সদ্যজাত শিশুদের। কারণ তাদের মধ্যে তখনও রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো করে গড়ে ওঠে না। ফলে কয়েলের ধোঁয়া তাঁদের জন্য ক্ষতিকারক।
কয়েলের প্রধান উপাদান হিসাবে থাকে পাইরোফ্রয়েড। এটি প্রাকৃতিক যৌগ পাইরোগ্রাম থেকে পাওয়া যায়। এর আসল সক্রিয় উপাদানটি হল কীটনাশক ডিডিটি বা পিন্ডেনের মতো ক্লোরিনেটেড হাইড্রোকার্বন, প্যারাফিনের মতো আরপ্যান ফসফরাস যৌগ এবং কার্বন।
বিভিন্ন গবেষণা থেকে জানা যায়, একটি মশার কয়েল যা পরিমান ধোঁয়া উৎপন্ন করে, তা ১০০টি সিগারেটের ধোঁয়ার সমান। এর ফলে অনেক রকম স্নায়ু রোগের সমস্যা দেখা দিতে পারে।
তাই মশা রুখতে বিকল্প ব্যবস্থা নিন তবে ধূপ জ্বালানো থেকে বিরত থাকাই ভাল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -