Mother’s Day 2022: শুধু ভালবাসা নয়, মায়ের আর্থিক নিরাপত্তাও জরুরি, সূচনা হোক মাতৃদিবসেই
স্কুলে পা রাখার আগেই জীবনের পাঠ তাঁর কাছে। সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে বাড়তি প্রয়োজন মেটানোই হোক বা বাজার করে বেঁচে যাওয়া খুচরোর পাহাড় জমা করা, হাতে কলমে সঞ্চয়ের পাঠ শিখিয়েছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅথচ নিজের ভবিষ্যৎ সুনিশ্চিত করা আর হয় না মায়েদের। অধিকাংশ ক্ষেত্রেই অর্থের প্রয়োজনে স্বামী এবং ছেলেমেয়ের উপরই নির্ভরশীল হয়ে থেকে যান তাঁরা। নিজেদের ভবিষ্যৎ ভাবনা তাই থেকে যায় অধরাই।
এই মাতৃদিবসে তাই মায়েদের আর্থিক অনিশ্চয়তা থেকে বার করে আনা প্রাধান্য পাক। ফুল, চকোলেট, শাড়ির বদলে উপহারে জায়গা করে নিক আর্থিক নিরাপত্তা। তার জন্য কী কী উপহার দিতে পারেন দেখে নিন।
স্বাস্থ্যবিমা আজকের দিনে অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। খরচের ভয়ে প্রায়শই অসুস্থতা এড়িয়ে যান মায়েরা। ভাল স্বাস্থ্যবিমা থাকলে তিনিও নিশ্চিন্ত, আপনিও স্বস্তিতে।
মিউচুয়াল ফান্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে কমবেশি আমরা সকলেই ওয়াকিবহাল। মায়ের নামে সাধ্যমতো অল্প অল্প টাকা জমা দিন প্রতিমাসে। মেয়াদ শেষে একসঙ্গে মোটা টাকা পেলে আর চিন্তা থাকবে না মায়ের।
নিজের কাজ নিয়ে ব্যস্ত আপনি। সংসার সামলেও দিনের শেষে একাকীত্বে ভোগেন মা। ঘরে বসে করা যায় এমন ব্যবসায় ঢোকাতে পারেন মাকে, যেমন রান্না শেখানো, নার্সারি চালানো বা হস্তশিল্প।
প্রবীণ নাগরিকজের জন্য বিশেষ সঞ্চয় প্রকল্প রয়েছে। তাতে বিনিয়োগ করলে ৭.৪ শতাংশ সুদ-সহ মোটা টাকা ফেরত পাওয়া যায় পাঁচ বছর পর। মায়ের বয়স ৬০ পেরিয়ে গিয়ে থাকলে তিন মাস অন্তর রিটার্ন ফেরত পাওয়ার প্রকল্পও রয়েছে।
মায়ের নামে বিনিয়োগ করতে পারেন গোল্ড বন্ডেও। এতে ঘরে বসেই মোটা টাকা ফেরত পাওয়া যায়। আন্তর্জাতিক বাজারের অবস্থা যতই টালমাটাল হোক না কেন, টাকা ডুবে যাওয়ারও তেমন ঝুঁকি নেই।
সারাজীবন চাকরি করেছেন মা। অথচ টাকাপয়সা ঠিক করে গোছাতে পারেননি! এই মাতৃদিবসে অর্থনৈতিক উপদেষ্টার কাছে নিয়ে যান মাকে। অ্যাকাউন্টে টাকা ফেলে না রেখে কোথায় বিনিয়োগ করলে লাভবান হবেন, তা বুঝিয়ে দেবেন উপদেষ্টা।
মায়ের সঙ্গে যৌথ ভাবে অ্যাকাউন্ট খুলুন ব্যাঙ্কে। প্রতি মাসে সাধ্যমতো টাকা ফেলতে থাকুন তাতে। অনেকটা জমলে ফিক্সড ডিপোজিট বা অন্য খাতে বিনিয়োগ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -