Mushrooms Health Benefit: গাঁটের ব্যথায় ভুগছেন, মাশরুমের উপকারিতায় পেতে পারেন স্বস্তি

মাশরুম খাওয়ার উপকারিতা দেখে নিন

1/9
ব্যাঙের ছাতা আর মাশরুম কিন্তু এক নয়। তাই এটিকে 'আজেবাজে' খাওয়ার ভাববেন না। মাশরুম কিন্তু পুষ্টিগুণে পরিপূর্ণ।
2/9
এই সবজিতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। তাই গাঁটের ব্যথার সমস্যা থাকলে মাশরুম খেতে পারেন।
3/9
গাঁটের ব্যথা কমাতে মাশরুমের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে।
4/9
ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকায় হাড়ের শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। মাশরুমে ভিটামিন-ডি ও থাকে।
5/9
দেহে রক্তাল্পতা থাকলে মাশরুমে প্রচুর পরিমাণে আয়রন থাকায় তা এই সমস্যা দূর করতে পারে।
6/9
মাশরুমকে খাদ্য তালিকায় রাখলে শরীরে কোলেস্টেরলেরও মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
7/9
মাশরুমে থাকা এনজাইম খাবার হজম করায় ও অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার কাজ বৃদ্ধিতে সহায়তা করে।
8/9
প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে মাশরুমে। ১০০ গ্রাম শুকনো মাশরুমে ২৫-৩৫ গ্রাম প্রোটিন থাকে।
9/9
প্রাকৃতিকভাবে উৎপন্ন মাশরুমের থেকে বাজারে বিভিন্ন ধরনের মাশরুম পাওয়া যায়। এগুলোর মধ্যে সাদা, বাটন মাশরুম ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী।
Sponsored Links by Taboola