Natural Hair Dye: বাড়ি বসে প্রাকৃতিক উপায়ে চুলে রঙ করবেন কীভাবে, দেখে নিন কিছু 'ন্যাচারাল হেয়ার ডাই'- এর হদিশ
কৃত্রিম ভাবে বিউটি পার্লারে গিয়ে নয় বরং বাড়িতে বসে প্রাকৃতিক উপকরণ দিয়ে চুল রঙ রাখতে চান আপনি। ইচ্ছে যদি এমন হয়, তাহলে রয়েছে বেশ কিছু উপায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোন কোন প্রাকৃতিক উপকরণ দিয়ে চুলে রঙ করতে পারবেন এবার সেটাই জেনে নেওয়ার পালা। এক্ষেত্রে সবার পরিচিত বিষয় হল মেহেন্দি। আপনি মেহেন্দি গাছের পাতা বেটে বাড়িতে বানিয়ে নিতে পারেন মাথায় লাগানোর হেনা বা মেহেন্দি। এছাড়াও আজকাল বাজারে বিভিন্ন কোম্পানির হেনা কিনতে পাওয়া যায়। সেগুলিও ব্যবহার করতে পারেন।
তবে মেহেন্দি ছাড়াও রয়েছে বেশ কিছু প্রাকৃতিক উপকরণ। সেগুলো কী কী একনজরে দেখে নেওয়া যাক। এইসব উপকরণ ব্যবহার করে আপনি সহজেই চুল রঙ করতে পারবেন।
লেবুর রস- লেবুর রসে রয়েছে প্রক্সুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড। পাতিলেবুর রস ব্যবহার করে চুলে ব্লিচ করা সম্বন। চুল খুব সিল্কি এবং ঝলমলে থাকবে বলেও শোনা গিয়েছে।
বিটরুট- বিটের রস দিয়েও চুলে রঙ করা সম্ভব। যাঁরা লাল বা গোলাপি জাতীয় রঙ চুলে করতে চাইলে বিটরুট হল সেরা। বিটরুটের রস দিয়ে চুলে দারুণ রঙ করা সম্ভব।
কফির গুঁড়ো দিয়েও চুলে রঙ করা সম্ভব। কফির সাহায্যে চুলে খয়েরি ঘেঁষা রঙ হবে। এর পাশাপাশি মজনুত হবে চুলের গঠন। বাড়বে জেল্লা।
দারুচিনি- এই মশলার সাহায্যে চুলে রঙ করা সম্ভব। এক্ষেত্রেও চুলে ব্রাউন শেড আসবে। পাশাপাশি মাথার স্ক্যাল্পে ভালভাবে রক্ত সঞ্চালন হবে। ফলে চুলের গ্রোথ হবে দ্রুততার সঙ্গে।
চুলে রং করা এখন ফ্যাশন ট্রেন্ড। লাল থেকে নীল কিংবা সবুজ- চুলে আজকাল সব রংই চলে। এই রং অনেকদিন বজায় রাখার জন্য ব্যবহার করা হয় কালার প্রোটেক্টিং শ্যাম্পু।
অন্যান্য শ্যাম্পুর তুলনায় মাইল্ড বা হাল্কা হয় এইসব কালার প্রোটেক্টিং শ্যাম্পু। চুলের রং ধরে রাখার পাশাপাশি চুলের স্বাস্থ্য ঠিক রাখতে এবং চুলের বিভিন্ন সমস্যা দূর করতে এই ধরনের শ্যাম্পু কাজে লাগে।
হেয়ার কালার প্রোটেক্টিং শ্যাম্পু মূলত সালফেট ফ্রি হয়। অর্থাৎ এই শ্যাম্পুতে সালফেট থাকে না। তাই জন্যই অন্যান্য শ্যাম্পুর তুলনায় এই শ্যাম্পু মাইল্ড হয়। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -