Neem Benefits: নিমের অনেক গুণ, জানেন মিটবে কী কী সমস্যা
রূপচর্চার ক্ষেত্রে নিমের ব্যবহার করা হয় প্রাচীন কাল থেকে। ত্বকে হওয়া দাগ দূর করার পাশাপাশি ব্রণ সারাতে ব্যবহার হয় নিম পাতা।(ছবি সৌজন্য- পিক্সাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appত্বকে ময়েশ্চারাইজার হিসেবেই দারুণ কাজ দেয় নিম পাতা। মাথায় চুলকানি হলেও নিমপাতার রসে কাজ হয়। (ছবি সৌজন্য- পিক্সাবে)
প্রতিদিন নিমপাতার সঙ্গে কাঁচা হলুদ বেটে লাগান ত্বকের উজ্জ্বলতা বাড়বে। গায়ে দুর্গন্ধ দূর করতেও নিম পাতা সেদ্ধ করা জল ব্যবহার করুন বা স্নানের জলের বালতি বেশ কিছুক্ষণ নিমপাতা ভিজিয়ে রাখুন।(ছবি সৌজন্য- পিক্সাবে)
পেটে কৃমি দূর করতে নিম গাছের মূল থেকে ছাল কেটে গুড়ো করে নিন। তারপর সেটা দিনে তিন বার হালকা গরম জলের সঙ্গে মিশিয়ে খান।(ছবি সৌজন্য- পিক্সাবে)
শরীরে হওয়া ঘা বা ক্ষত ঠিক করতে নিম পাতা ঘিয়ে ভেজে সেটি লাগান। তাড়াতাড়ি উপকার পাবেন।(ছবি সৌজন্য- পিক্সাবে)
নিম গাছের ডাল ভেঙে দাঁতন হিসেবে ব্যবহার করুন। এতে দাত ভালো থাকার পাশাপাশি মুখের খারাপ গন্ধও দূর হবে।(ছবি সৌজন্য- পিক্সাবে)
সর্দি বসে গেলে নিম পাতার বেটে বেশ কয়েক ফোঁটা রস হালকা গরম জলে মিশিয়ে খান। উপকার পাবেন।(ছবি সৌজন্য- পিক্সাবে)
সুগার নিয়ন্ত্রণেও বেশ কাজে দেয় নিম পাতা। প্রতিদিন কচি নিম পাতার রস খান খালি পেটে। ৫টা গোলমরিচ ও ১০টা নিমপাতা বেটে খালি পেটে খান সুগার কমবে।(ছবি সৌজন্য- পিক্সাবে)
খুসকি তাড়াতে নিমপাতার সেদ্ধ করা জল ভালো করে মাথায় লাগিয়ে চুল ধুয়ে নিয়ে এতে ভালো কাজ হবে।(ছবি সৌজন্য- পিক্সাবে)
ডিসক্লেমার : এই ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ এ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য- পিক্সাবে)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -