Fruits Benefit: কিছু ফল একসঙ্গে খেলেই বিপদ! শরীরে পড়তে পারে ক্ষতিকর প্রভাব
ফল মাত্রেই তা স্বাস্থ্যর জন্য উপকারী। শরীরের নানা চাহিদা মেটাতে এবং সুস্থ রাখতে ফল খুবই কার্যকর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কিছু কিছু ক্ষেত্রে ফল মারাত্মকও হতে পারে। তবে এই মারাত্মক হওয়া নির্ভর করে কোন কোন ফল একসঙ্গে খাচ্ছেন তার ওপর।
কিছু ফল আছে যেগুলো একসাথে খেলে আপনার ওপর এবং বিশেষ করে শিশুদের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
এর ফলে শরীরেও গুরুতর প্রভাব পড়তে পারে। সেই প্রভাব যদি এড়াতে চান তাহলে জেনে নিন সেই ফলগুলি সম্পর্কে।
ভিটামিন যুক্ত উপকারী ফল গুলোর মধ্যে পেয়ারা ও কলা উল্লেখযোগ্য। তবে এই ফল দুটো একসঙ্গে খেলে বিষের সমান। কারন এই দুটি ফলই গ্যাসে সমস্যা বাড়িয়ে তোলে।
কমলায় থাকে সাইট্রিক অ্যাসিড। তাই দুধ ও কমলা একসঙ্গে খেলে এর মারাত্মক প্রভাব পড়তে পারে। এটি হজমের সমস্যা সৃষ্টি করে।
কমলা ও গাজর দুটোই খুবই উপকারী। তবে এগুলো একসঙ্গে খাওয়া কখনোই উচিত নয়। বাজারে অনেক জায়গায় পাওয়া যায় কমলা ও গাজরের জুস এবং অনেকেই তা পছন্দ করে।কিন্তু এই মিশ্রণ স্বাস্থ্যের জন্য বিষ হিসেবে কাজ করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -