ORS : ডাক্তারের পরামর্শ ছাড়া ORS খাওয়া যায়? কখন খেলে হিতে বিপরীত? জানাচ্ছেন চিকিৎসক
ওআরএস , Oral Rehydration Solution । বিভিন্ন কারণে শরীর থেকে ফ্লুইড বেরিয়ে গেলে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। সেই সামঞ্জস্যটা তড়িঘড়ি ফিরিয়ে আনতে দরকার ORS। প্রতিবছর World ORS Day পালন করা হল জুলাই মাসের ২৯ তারিখে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু কখন ওআরএস খাবেন ? কতটা খাবেন ? চিকিৎসকের পরামর্শ ছাড়াই ORS খাওয়া যায় কি ?
শিশুরোগবিশেষজ্ঞ ডা. অগ্নিমিতা গিরি সরকার জানাচ্ছেন, ORS ডায়ারিয়া আক্রান্ত শিশুদের ক্ষেত্রে অনেকসময় মৃতসঞ্জীবনী সুধার মতো কাজ করে। এই Oral Rehydration Solution (ORS) সোডিয়াম, পটাশিয়াম, নুন ও গ্লুকোজের মিশ্রণ।
কারও যদি ডায়ারিয়া, ডিহাইড্রেশন হয়ে থাকে, অবশ্যই ORS খাওয়াতে শুরু করুন। কিন্তু ডাক্তারের পরামর্শ নিন অবশ্যই। জেনে নিন অন্য কোনও আভ্যন্তরীণ সমস্যা রয়েছে কি না। আর ওআরএস ছাড়া অন্য কোনও ওষুধ লাগবে কি না।
কখনও কখনও দেখা যায়, ORS খেয়েও উপকার হচ্ছে না। তখন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে দ্রুত। রোগী যদি ওআরএস খেতে না পারে, তাহলে তাকে হাসপাতালে ভর্তি করে ফ্লুইড দিতে হবে।
মনে রাখতে হবে, যখন তখন ওআর খেলে, বেশি পরিমাণে ORS খেলে, তার থেকে salt toxicity হতে পারে।প্রয়োজন ছাড়া ওআরএস খেলে কিন্তু সমস্যা হতেই পারে। কারও যদি ডায়রিয়া বা বমি হয়, তাহলে প্রথমে একজন ডাক্তারের সঙ্গে কথা বলুন।
ডায়াবেটিস ও হাইপারটেনশনের রোগীদের ওআরএস দিতে হবে যদি কেউ ডায়ারিয়া বা ডিহাইড্রেশন হয়। তবে তাদের ক্ষেত্রে কতটা খাবেন, তার মাপটা জানতে হবে চিকিৎসকদের থেকে।
আর অনেকে শারীরিক পরিস্থিতি না জেনেই ওআরএস খাওয়া শুরু করে দেয়। সেটা ঠিক নয়। তাহলে হিতে বিপরীত হতে পারে। কারণ ওআরএসে থাকে নুন ও চিনি। তা সবার জন্য ভাল নাও হতে পারে। অনেকক্ষেত্রে ওআরএস নয়, শুধু জলেও কাজ হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -