Parents Day 2023 Wishes:আজ Parents' Day, মা-বাবাকে কুর্নিশ জানাতে ভোলেননি তো?
সন্তানদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যে ভরপুর জীবন দিতে দিনরাত পরিশ্রম করেন ওঁরা। আজ সেই মা-বাবাদের দিন, Parents' Day।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসাধারণত জুলাই মাসের চতুর্থ রবিবার এই দিনটি উদযাপন করা হয়। এই বছর ২৩ জুলাই, পালিত হচ্ছে Parents' Day। কী করা যেতে পারে এই দিনটিতে?
মা-বাবাদের স্বার্থহীন আত্মত্যাগকে শ্রদ্ধা জানানোই উদ্দেশ্য। তাই দিনের শুরুতে কিছু মেসেজ বা কোট শেয়ার করতে পারেন যা তাঁদের মন ভালো করে দিতে পারে।
'জীবনের গোড়ার দিকে শিশুরা সাধারণত মা-বাবাকে ভালোবাসে, যত বড় হয়, তত তাঁদের ভালো-মন্দ বিচার করতে থাকে, কখনও-সখনও ক্ষমাও করে দেয়।' অস্কার ওয়াইল্ডের এই কোটটি হাতে লিখে বা অন্য কোনও ভাবে মা-বাবার হাতে তুলে দিয়ে দেখবেন নাকি?
'ভালোবাসা একমাত্র শৃঙ্খল যা দিয়ে সন্তানকে তার মা-বাবার সঙ্গে বেঁধে রাখা হয়' , বলেছিলেন আব্রাহাম লিঙ্কন। আজকের দিনে এই বার্তাটি আপনিও একবার অভিভাবকদের সঙ্গে শেয়ার করবেন নাকি?
'সন্তানকে মা-বাবার দেওয়া সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকার হতে পারে দৈনিক অন্তত কয়েক মিনিট সময় ', উক্তিটি ছিল বিখ্যাত রসায়নবিদ ও এ বাতিস্তার। এ যদি আপনারও মনের কথা হয়, মা-বাবাকে আজ বলে দেখতে পারেন।
যদি মনে হয় কারও কোনও উদ্ধৃতির সাহায্য না নিয়ে নিজের কথা নিজের মতো করে বলবেন, তা হলেও দারুণ হতে পারে। শুধু গুছিয়ে লিখে ফেলার অপেক্ষা।
Parents' Day মানে শুধু উদযাপনের আতিশয্য় নয়, বরং মা-বাবাকে বুঝিয়ে দেওয়া যে তাঁদের আত্মত্যাগকে আপনি সম্মান করেন। সেটা বোঝাতে নিজের মতো করে দিনটা সাজান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -