Pet Health Tips: গরমে নিজে বাঁচুন, সুস্থ রাখুন পোষ্যকেও
প্রবল গরমে ডিহাইড্রেশনে ভোগে পোষ্যরাও। শরীরে জলের পরিমাণ কমে গিয়ে মারাত্মক অসুস্থ হতে পারে তারা। মানুষের মতো একই পরিস্থিতির শিকার হয় না-মানুষ সঙ্গীরাও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সমস্যার আগে বেশ কিছু লক্ষ্ণণ দেখা যায় পোষ্যদের শরীরে। যা দেখে আগেই সতর্ক হওয়া যায়। এই পরিস্থিতিতে আগে থেকে সতর্কতা অবলম্বন না করলে পোষ্যের স্বাস্থ্য নিয়ে সঙ্কট তৈরি হতে পারে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রবল গরমে হিটস্ট্রোক হতে পারে পোষ্যদের। টিক ফিভারের প্রকোপও দেখা যায়। কুকুরের ক্ষেত্রে বেশ কিছু উপসর্গ দেখা যায়। সেগুলি কী কী?
স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় লালা ঝরতে পারে। অন্য় সময়ে লালার যা ঘনত্ব হয়, তার চেয়ে ঘনত্ব বেশি হলে ডাক্তারের কাছে যেতে হবে। কুকুরের নাক গরম হয়ে গেলে বা শুকনো মনে হলে জ্বর আসতে পারে, সতর্ক হওয়া প্রয়োজন।
অত্যধিক গরম থেকে পোষ্যের ডায়রিয়া হতে পারে। অস্বাভাবিক ভাবে মলত্যাগ করলে, মলে রক্তের উপস্থিতি থাকলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। হিটস্ট্রোক হলে পোষ্যের মূত্রত্যাগের সমস্যা হয়।
ডিহাইড্রেশনের সমস্যা হলে ক্লান্ত হয়ে পড়ে পোষ্য। অতিরিক্ত ঘুম হয়। দৌড়ঝাঁপ করতেও সমস্যা হয়। আপনার পোষ্য হঠাৎ চুপচাপ হয়ে গেলে বা অধিকাংশ সময় শুয়ে কাটালে ভাল করে পরীক্ষা করা দরকার।
আগেভাগে বেশ কিছু সতর্কতা নেওয়া গেলে, বাড়াবাড়ি সমস্যা ঠেকানো যাবে। গরমের সময় পোষ্যকে কোনওভাবেই বন্ধ গাড়ির মধ্যে রাখা যাবে না। খুব প্রয়োজনে রাখতে হলেও এসি চালিয়ে রাখতে হবে বা সব জানলা খোলা রাখতে হবে।
সবসময় হাতের সামনে জল রাখতে হবে। ঘরের এক কোণায় বাটিতে জল রাখতে হবে। পাখি হলে, খাঁচার মধ্যে জল রাখতে হবে। একটা খাওয়ার জন্য, অন্যটা স্নানের জন্য়। পাখির খাঁচার সামনে প্রয়োজনে ফ্যান চালাতে হবে।
রোদের মধ্যে পোষ্যকে নিয়ে না ঘোরাই ভাল। ভোরে অথবা সন্ধের পর পোষ্যকে হাঁটাতে হবে, যখন রোদের তাপ অনেকটাই কম থাকে। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে হাতের কাছে ওষুধ রাখতে হবে। যাতে আপৎকালীন পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায়।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন। ছবি: pixabay
- - - - - - - - - Advertisement - - - - - - - - -