Phone issues in summer: গরমের ঘাম থেকে ফোন নষ্টের ভয়! কী করলে এড়ানো যাবে বড় বিপদ
গরমকাল এলেই ঘাম বেড়ে যায়। এই অবস্থায় আমাদের মাথার স্ক্যাল্পও ঘামতে থাকে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই ফোনে কথা বললে তার মধ্যে ঘাম লেগে যায়। ঘাম থেকে ফোন নষ্টও হয়ে যেতে পারে ।(ছবি ঋণ - পিক্স্যাবে)
ঘামের মধ্যে মূলত নুন অর্থাৎ সোডিয়াম থাকে। এর জলীয় দ্রবণ হল ঘাম।(ছবি ঋণ - পিক্স্যাবে)
এই জলীয় দ্রবণ ফোনে ঢুকলে ফোনের বিভিন্ন পার্টসের ক্ষতি করে। (ছবি ঋণ - পিক্স্যাবে)
যার ফলে টাচের সমস্যা, অন অফ-এর সমস্যা হয়। এছাড়াও ফোন চিরতরে নষ্ট হয়ে যায়।(ছবি ঋণ - পিক্স্যাবে)
এর থেকে ফোনকে বাঁচাতে একটি প্লাটিক কভারে রাখতে পারেন। (ছবি ঋণ - পিক্স্যাবে)
প্লাস্টিক জিপ ব্যাগও ফোনের জন্য বেশ ভাল। এর মধ্যে ফোন রাখলে ঘামে ভেজার আশঙ্কা কম। (ছবি ঋণ - পিক্স্যাবে)
এছাড়াও ন্যানোকোটিংয়ের থিন লেয়ার কভার কিনতে পারেন। এটিও ফোনকে সুরক্ষিত রাখবে।(ছবি ঋণ - পিক্স্যাবে)
ঘামের হাত থেকে ফোন বাঁচাতে হেডফোন বা ইয়ারফোনে কথা বলতে পারেন।(ছবি ঋণ - পিক্স্যাবে)
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।(ছবি ঋণ - পিক্স্যাবে)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -