Pineapple: ওজন কমায় আনারস ! রয়েছে আরও একগুচ্ছ উপকারিতা

Pineapple Health Updates: আনারসে ভিটামিন , ম্যাঙ্গানিজ, পটাশিয়াম রয়েছে।উচ্চ পরিমাণে জল, হজমকারী এনজাইমে ভরপুর।শরীরকে হাইড্রেট রাখে আনারস। সব মিলিয়ে শরীর ভাল রাখতে আনারসের জুড়ি মেলা ভার।

ওজন কমায় আনারস ! রয়েছে আরও একগুচ্ছ উপকারিতা

1/10
আনারসে ভিটামিন , ম্যাঙ্গানিজ, পটাশিয়াম রয়েছে।উচ্চ পরিমাণে জল, হজমকারী এনজাইমে ভরপুর।
2/10
শরীরকে হাইড্রেট রাখে আনারস।আনারস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে আনারস।
3/10
আনারসে রয়েছে ব্রোমেলেন, যা ওজন কমায়।আনারসে প্রচুর পরিমাণে বি ১২ , থায়ামিন থাকে।এই উপাদানগুলি হজমে সাহায্য করে।
4/10
অন্যান্য সমস্ত উপকারিতার সঙ্গে ভিটামিন সি-এর ঘাটতি মেটায় আনারস। তাই খাবার তালিকায় নিয়মিত রাখুন এই ফলকে। শুধুই কি ভিটামিন সি? অন্যান্য অনেক গুণ রয়েছে এই ফলের।
5/10
ভিটামিন সি ওজন কমাতে সাহায্য করে। তাই খাবারের তালিকায় আনারস রাখলে একদিকে যেমন পেট ভরবে তেমনই শরীরের বাড়তি ক্যালোরি কমবে। লো ক্যালোরির মিষ্টি এই ফলে থাকে প্রচুর ফাইবার।
6/10
তবে অনেক খাদ্যগুণ থাকলেও এই ফল সুগার রোগীদের জন্য ক্ষতিকারক। তাই সুগার থাকলে এড়িয়ে যান আনারস।
7/10
আনারস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আনারসে থাকা অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন সি স্ট্রেস কমাতেও সাহায্য করে।
8/10
আনারস খিদে কমায়। ফলে সাহায্য করে ওজন কমাতে। ম্যাঙ্গানিজের উপস্থিতি আনারসে। ম্যাঙ্গানিজের উপস্থিতি উচ্চ রক্তচাপ ও সুগারকে নিয়ন্ত্রণে রাখে।
9/10
ম্যাঙ্গানিজ সাহায্য করে ওজন কমাতেও। রক্তে কার্বোহাইট্রেটের পরিমান কমায় ম্যাঙ্গানিজ।
10/10
নিয়মিত হজমে সাহায্য করে আনারস। তাই হজম সংক্রান্ত যে কোনও অসুধ তৈরি করার সময় ব্যবহার করা হয় আনারস। প্রচুর জল থাকায় আনারস ডিহাইড্রেশন দূর করে।
Sponsored Links by Taboola