Prevent Clothes from Fading: রং উঠবেও না, ফিকেও হবে না সহজে, জামা-কাপড় কাচার সময় মাথায় রাখুন এই জিনিসগুলি
ভাল জামা-কাপড় কিনলেই হল না, তার যত্ন নেওয়াও জরুরি। নইলে রং ওঠে জামা-কাপড়ের, রং চটেও যায়। কিছু ঘরোয়া উপায়ে এই ক্ষতি এড়াতে পারেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজামা-কাপড়ের সঙ্গে যে ট্যাগ থাকে, সেটিকে অবহেলা করবেন। ভাল করে পড়ে দেখুন। কীভাবে ধুলে জামা-কাপড় ভাল থাকবে, তা লেখা থাকে ট্যাগেই।
গরম জলে জামা-কাপড় ভেজানোর অভ্যাস থাকলে, ত্যাগ করুন। জামা কাচুন ঠান্ডা জলে। গরম জলে ভেজালে তাড়াতাড়ি রং ফিকে হয়ে যায়।
কাচার সময় গাঢ় এবং হালকা রংয়ের জামা-কাপড় আলাগা ভেজান। সাদা জামা কাচুন আলাদা। রং উঠলেও অন্য জামায় লাগবে না বা বোঝা যাবে না।
ওয়াশিং মেশিনে জামা কাচলে সেটিং বুঝে নিন ভাল করে। হালকা ময়লা হলে হেভি সেটিং বাছবেন না।
জামা-কাপড় কাচার ক্ষেত্রে ড্রায়ার ব্যবহারে কাজ সহজ হয়। কিন্তু এতে কাপড়ের তন্তুর ক্ষতি হয়। হালকা হয়ে যায় রং।
একবার পরেই জামা-কাপড় কাচতে যাবেন না। যত বেশি কাচবেন, তত তাড়াতাড়ি খারাপ হবে। বরং হাওয়া লাগতে দিন জামা-কাপড়ে। বাড়ি ফিরে মেলে দিন দড়িতে।
উল্টো করে কাচুন জামা-কাপড়। এতে সোজা দিকে ঘষা লাগবে না।
ফ্যাব্রিক কন্ডিশনার ব্যবহার করতে পারেন কাচাকাচিতে। এতে কাপড় নরম থাকে, রং হালকা হয় না। সাবান-জলে ভইনিগার মেশাতে পারেন। গন্ধ নিয়ে চিন্তা করবেন না। ধোয়ার পরই চলে যাবে।
নতুন জামা কিনে এনে আগে জলে লবণ মিশিয়ে ভিজিয়ে রাখুন। এতে রং বসে যায় কাপড়ে। সহজে হালকা হয় না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -