Books: আপনি কি বইপোকা? তাহলে শখের বই সযত্নে রাখুন, কীভাবে যত্ন করবেন, রইল সহজ কিছু টিপস
Books: শুধু ভাল বই পড়ার অভ্যাস থাকলেই হবে না, বইয়ের সঠিকভাবে যত্ন করাও প্রয়োজন।
প্রতীকী ছবি, ছবি সূত্র- পিক্সেলস
1/10
আপনি কি বই পড়তে খুবই ভালোবাসেন? মানে বই আপনার সর্বক্ষণের সঙ্গী, আশপাশের লোকেরা বলেন আপনি 'বইপোকা', তাহলে নিজের সাধের বইয়ের যত্ন নেওয়াও প্রয়োজন।
2/10
বই সঠিকভাবে যত্ন করে না রাখলে সেগুলো ভাল থাকে না। কীভাবে বইয়ের যত্ন নেওয়া প্রয়োজন তা হয়তো প্রায় সকলেই জানেন। কিন্তু সেভাবে মেনে চলা হয় না।
3/10
এবার থেকে বইয়ের সঠিকভাবে যত্ন নেওয়া প্রয়োজন। নাহলে আপনার শখের বই নষ্ট হতে বেশি সময় লাগবে না। কীভাবে বইয়ের যত্ন নেবেন একনজরে দেখে নিন সহজ কিছু টিপস।
4/10
বই পড়ার অভ্যাস থাকা খুবই ভাল। তবে শুয়ে শুয়ে বই না পড়াই মঙ্গলের। কারণ ভারী বাঁধানো বইয়ের ক্ষেত্রে শুয়ে বই পড়তে বইয়ের উপর চাপ পড়ে সেই বাঁধাই নষ্ট হয়ে যেতে পারে।
5/10
যদি আপনার বাড়ি পুরনো হয় তাহলে বাড়ির বিশেষ যত্নের প্রয়োজন। এক্ষেত্রে নিয়মিত ভাবে বইয়ের তাক বা র্যাক পরিষ্কার করতে হবে।
6/10
বইয়ের তাকে অবশ্যই ন্যাপথালিন জাতীয় জিনিস দিয়ে রাখুন। তার ফলে বইয়ের মধ্যে কখনও পোকা আসবে না। সপ্তাহে অন্তত একদিন বইয়ের তাক পরিষ্কার করতে হবে। ধুলো ঝেড়ে পরিষ্কার রাখা প্রয়োজন।
7/10
অগোছালো করে বই না রেখে বরং সুন্দর করে গুছিয়ে রাখা প্রয়োজন। এর ফলে বইয়ের তাক দেখতেও ভাল লাগে এবং বইয়ের যত্নও হয়।
8/10
বইয়ের ক্ষেত্রে বুকমার্ক ব্যবহার করুন। বইয়ের মধ্যে লেখালিখি করা কিংবা দাগ দেওয়া ভাল অভ্যাস নয়। বইয়ের মাতা মুড়ে রাখলে কম সময়ে বই নষ্ট হতে পারে।
9/10
পুরনো দিনের বাড়ি হলে বই রাখার তাক বা র্যাক সম্ভব হলে নতুন করে বানিয়ে নিন। নাহলে বিভিন্ন পোকা, দেওয়ার স্যাঁতস্যাঁতে ভাব থেকে বই কম সময়েই নষ্ট হতে পারে।
10/10
বইয়ের উপর ভর দিয়ে পড়লে খুব সহজে তার বাইন্ডিং নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে মোটা বাঁধাই করা বইয়ের ক্ষেত্রে। তাই এই অভ্যাস ত্যাগ করাই মঙ্গলের। ছবি সূত্র- পিক্সেলস।
Published at : 26 Feb 2023 08:07 AM (IST)