Books: আপনি কি বইপোকা? তাহলে শখের বই সযত্নে রাখুন, কীভাবে যত্ন করবেন, রইল সহজ কিছু টিপস
আপনি কি বই পড়তে খুবই ভালোবাসেন? মানে বই আপনার সর্বক্ষণের সঙ্গী, আশপাশের লোকেরা বলেন আপনি 'বইপোকা', তাহলে নিজের সাধের বইয়ের যত্ন নেওয়াও প্রয়োজন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবই সঠিকভাবে যত্ন করে না রাখলে সেগুলো ভাল থাকে না। কীভাবে বইয়ের যত্ন নেওয়া প্রয়োজন তা হয়তো প্রায় সকলেই জানেন। কিন্তু সেভাবে মেনে চলা হয় না।
এবার থেকে বইয়ের সঠিকভাবে যত্ন নেওয়া প্রয়োজন। নাহলে আপনার শখের বই নষ্ট হতে বেশি সময় লাগবে না। কীভাবে বইয়ের যত্ন নেবেন একনজরে দেখে নিন সহজ কিছু টিপস।
বই পড়ার অভ্যাস থাকা খুবই ভাল। তবে শুয়ে শুয়ে বই না পড়াই মঙ্গলের। কারণ ভারী বাঁধানো বইয়ের ক্ষেত্রে শুয়ে বই পড়তে বইয়ের উপর চাপ পড়ে সেই বাঁধাই নষ্ট হয়ে যেতে পারে।
যদি আপনার বাড়ি পুরনো হয় তাহলে বাড়ির বিশেষ যত্নের প্রয়োজন। এক্ষেত্রে নিয়মিত ভাবে বইয়ের তাক বা র্যাক পরিষ্কার করতে হবে।
বইয়ের তাকে অবশ্যই ন্যাপথালিন জাতীয় জিনিস দিয়ে রাখুন। তার ফলে বইয়ের মধ্যে কখনও পোকা আসবে না। সপ্তাহে অন্তত একদিন বইয়ের তাক পরিষ্কার করতে হবে। ধুলো ঝেড়ে পরিষ্কার রাখা প্রয়োজন।
অগোছালো করে বই না রেখে বরং সুন্দর করে গুছিয়ে রাখা প্রয়োজন। এর ফলে বইয়ের তাক দেখতেও ভাল লাগে এবং বইয়ের যত্নও হয়।
বইয়ের ক্ষেত্রে বুকমার্ক ব্যবহার করুন। বইয়ের মধ্যে লেখালিখি করা কিংবা দাগ দেওয়া ভাল অভ্যাস নয়। বইয়ের মাতা মুড়ে রাখলে কম সময়ে বই নষ্ট হতে পারে।
পুরনো দিনের বাড়ি হলে বই রাখার তাক বা র্যাক সম্ভব হলে নতুন করে বানিয়ে নিন। নাহলে বিভিন্ন পোকা, দেওয়ার স্যাঁতস্যাঁতে ভাব থেকে বই কম সময়েই নষ্ট হতে পারে।
বইয়ের উপর ভর দিয়ে পড়লে খুব সহজে তার বাইন্ডিং নষ্ট হয়ে যেতে পারে। বিশেষ করে মোটা বাঁধাই করা বইয়ের ক্ষেত্রে। তাই এই অভ্যাস ত্যাগ করাই মঙ্গলের। ছবি সূত্র- পিক্সেলস।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -