Prostate Cancer: যুবকদের মধ্যেও বাড়ছে প্রস্টেট ক্যানসারের ঝুঁকি, কীভাবে সুরক্ষিত থাকবেন ?

Prostate Cancer Prevention Tips: সাধারণত বয়স্ক পুরুষদের মধ্যে দেখা যায় এই প্রস্টেট ক্যানসার। কিন্তু এখন বহু তরুণ-যুবকদের মধ্যেও দেখা যাচ্ছে এই রোগ। আগে ৬০ পেরোলে তবে এই ক্যানসারের ঝুঁকি থাকত।

প্রস্টেট ক্যানসার থেকে বাঁচতে কী কী করতে হবে ?

1/10
সাধারণত দেখা যায় বয়স্ক পুরুষদের মধ্যে দেখা যায় এই প্রস্টেট ক্যানসার। কিন্তু এখনকার দিনে বহু তরুণ-যুবকদের মধ্যেও দেখা যাচ্ছে এই রোগ।
2/10
আগে থেকে সাবধানতা কিছু মেনে চললে এই জটিল রোগ থেকে নিস্তার পাওয়া যায়। আগে ৬০ বছর পেরোলে তবে এই প্রস্টেট ক্যানসারের ঝুঁকি থাকত।
3/10
এখন এই ঝুঁকি দেখা যাচ্ছে ৩০ থেকে ৪০ বছর বয়সীদের মধ্যেও। কী কী উপায় মানলে কমবে এই ক্যানসারের ঝুঁকি ?
4/10
২০২২ সালের একটি সমীক্ষায় দেখা গিয়েছে ভারতে মোট ৩৮ হাজার মানুষ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। এর মূল কারণ জেনেটিক মিউটেশন।
5/10
শরীরের ডিএনএ-তে কিছু বদল হলেই এই ধরনের প্রস্টেট ক্যানসারের সম্ভাবনা বেড়ে যায় অনেকাংশে।
6/10
এই রোগের জন্য অনেকসময় কিছু জীবনযাপনগত সমস্যাও জড়িয়ে রয়েছে। ওজন বৃদ্ধি, স্ট্রেস, উচ্চ রক্তচাপ এর জন্য দায়ী হতে পারে।
7/10
পরে বাড়াবাড়ি হলে প্রস্রাবের সঙ্গে রক্তপাত, প্রস্রাবকালীন যন্ত্রণা ইত্যাদি উপসর্গ দেখা যায়। এছাড়া প্রস্রাবও আটকে যায় অনেকক্ষেত্রে।
8/10
ওজন এবং রক্তচাপ এর জন্য নিয়ন্ত্রণে রাখা জরুরি। জেনেটিক কারণে এই ক্যানসার দেখা দিলে তাতে আগে থেকে সতর্কতা নিলেও রোগ আটকানো যাবে না।
9/10
সময়ে সময়ে মূত্র পরীক্ষা করানো দরকার, পিএসএ টেস্ট এবং অ্যান্টিজেন পরীক্ষাও করানো দরকার এক্ষেত্রে।
10/10
নিয়মিত শরীরচর্চার মধ্যে থাকলে, অ্যালকোহল এবং ধূমপান না করলে, নিয়মিত পর্যাপ্ত ঘুম আর খাওয়া-দাওয়া করলে এই ঝুঁকি অনেকাংশেই কমে যায়।
Sponsored Links by Taboola