Raksha Bandhan 2021 : 'রাখি পূর্ণিমা'য় বোনেরা কেন দাদার হাতে রাখি বাঁধে?
শ্রাবণ মাসের পূর্ণিমায় পালন করা হয় রাখি উৎসব।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appচলতি বছরে ২২ অগাস্ট উদযাপিত হবে রাখি পূর্ণিমা। ছুটির দিন রবিবারও পড়েছে এই বিশেষ দিনটা।
পুরাণে রাখি পূর্ণিমা উদযাপনের অনেক মাহাত্ম্যপূর্ণ গল্প আছে।
কথিত আছে, একবার যুদ্ধের সময়ে ধারালো অস্ত্রের আঘাতে ভগবান শ্রীকৃষ্ণ মারাত্মকভাবে আহত হন। সেই সময়ে দ্রৌপদী তাঁর শাড়ির অংশ ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ এরপর সুস্থ হয়ে ওঠেন।
সেই সময়ই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সমস্ত নিরাপত্তা বা সুরক্ষার নেওয়ার প্রতিজ্ঞা করেন।
শ্রীকৃষ্ণের আশীর্বাদে বস্ত্রহরণের সময় দ্রৌপদীর শাড়িও লম্বা হতেই থাকে।
পুরাণ মতে এভাবেই দ্রৌপদীর সম্মান রক্ষা করেন শ্রীকৃষ্ণ।
এরপর থেকেই প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমায় পালিত হয় রাখি উৎসব।
প্রধাণতঃ ভাইকে যে কোনও বিপদ থেকে রক্ষা করার জন্যই বোনেরা তাঁদের কব্জিতে রাখি বেধে দেন।
এই রীতি পুরাণ থেকে আজ পর্যন্ত একইভাবে পালিত হয়ে আসছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -