Raksha Bandhan 2022 : রাখিতে বোনকে কী উপহার দিচ্ছেন ? এগুলির কথা মাথায় রাখতে পারেন
রাখির সঙ্গে বাংলা ও বাঙালির ইতিহাস জড়িয়ে অনেক আঙ্গিকে। সেখানে ধর্ম যেমন রয়েছে, আছে ইতিহাসের ছোঁয়া, আছে আবেগ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরীতি অনুযায়ী, শ্রাবণ মাসের পূর্ণিমায় প্রতি বছর দেশ জুড়ে পালিত হয় রাখি বন্ধন উৎসব। এদিন বোনেরা ভাইয়ের মঙ্গল কামনা করে তাদের হাতে রাখি বেঁধে দেয়। যদিও প্রতি বছর একই দিনে রাখি উৎসব পালন করা হয় না।
এবার রাখি ১১ অগাস্ট। মাঝে শুধু কালকের দিনটা । তাই বোনকে কী উপহার দেবেন সেই পরিকল্পনা যদি এখনও করে না থাকেন তাহলে একবার চোখ বুলিয়ে নিন এই প্রতিবেদন।
পোশাক। এটি এমন একটি উপহার যা আপনার ছোট্ট বোনকে আনন্দিত করে তুলবে। কারণ, মেয়েরা শপিং করতে, বিশেষ করে পোশাক কিনতে ভালবাসে। তাই, বিশেষ এই দিনটিতে তাকে পোশাক বা কস্টিউম দিয়ে ভরিয়ে দিন। (ছবি সৌজন্যে - Pexels)
মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে ব্যাগও। ডিজাইনার ব্যাগ থাকলেও, তারা নিত্যনতুন ফ্যান্সি ব্যাগ উপহার পেতে পছন্দ করে। এই রাখিতে বোনকে পছন্দের রঙে ব্যাগ উপহার দিতে পারেন।(ছবি সৌজন্যে - Pexels)
বা, বোনের জন্য রাখি গিফট বাস্কেট তৈরি করাতে পারেন। তাতে ময়শ্চারাইজার, লোশন, লিপ বাম, অ্যালো ভেরা জেল এবং অন্যান্য ত্বকের জন্য প্রয়োজনীয় সামগ্রী রাখতে পারেন। (ছবি সৌজন্যে - Pexels)
কোনও গয়না বা অলঙ্কারও উপহার হিসেবে দিতে পারেন বোনকে। তা সে-ব্রেসলেট হোক, নেকলেস, কানের, হার বা অন্য কিছু। এই ধরনের উপহার আপনার বোনকে খুশি করে তুলবে।(ছবি সৌজন্যে - Pexels)
আপনার বোন কি কাজ করতে করতে গান বা পডকাস্ট শুনে ভালবাসে ? তাহলে তাকে ব্লুটুথ ইয়ারফোন উপহার দিতে পারেন। ব্লুটুথ স্পিকার, স্মার্টওয়াচও দিতে পারেন।(ছবি সৌজন্যে - Pexels)
যদি আপনার বোন চকোলেট ভালবাসে, তাহলে উপহারের ঝুড়িতে রাখতে পারেন - মিল্ক চকোলেট, হোয়াইট চকোলেট, কুকি, ব্রাউনিজ।(ছবি সৌজন্যে - Pexels)
প্রযুক্তিতে তুখোড় বোনকে দিতে পারেন উচ্চ প্রযুক্তি-সম্পন্ন কিছু উপহার। তাতে আপনার বোন আনন্দে লাফিয়ে উঠবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -