Ram Navami: আজ রাম নবমী, প্রিয়জনকে পাঠান শুভেচ্ছাবার্তা, কী কী লিখবেন?
আজ রামনবমী। ভগবান শ্রী শ্রী রামচন্দ্রের জন্মদিন হিসেবে দেখা হয় এই তিথিকে। রামচন্দ্রকে শ্রী কৃষ্ণের সপ্তম অবতার হিসেবে দেখা হয়। চৈত্র মাসের শুক্ল নবমী তিথিতে পালিত হয় এই উৎসব। চৈত্র মাসের নবরাত্রির নবম দিনে রামনবমী উদযাপিত হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকী কী শুভেচ্ছাবার্তা পাঠাবেন- ১। রাম নবমীর এই শুভ দিনে সকল ইচ্ছে পুরণ হোক, এই কামনা করি। শুভ রাম নবমী। আজ সকালে এমন বার্তা পাঠান সকলে। পুজোর এই বিশেষ দিনে সকলের শুভ কামনা করুন। এমন বার্তা পাঠাতে পারেন সকল আত্মীয়, বন্ধু ও পরিবারের লোকদের।
২। অযোধ্যা জিনকা ধাম হ্যায়, জিনকা নাম রাম হ্যায়, উনকে চরণো মে হামারা প্রণাম হ্যায়।
৩। প্রভুর কৃপায় সবার জীবন হোক রোগ মুক্ত। সবাই যেন থাকে সুস্থ। সকলেরই জীবনে সকল আকাঙ্খা পূরণ হোক। আজ শ্রী রামের কাছে রইল এমনই প্রার্থনা।
৪। হে প্রভু আপনার কৃপা বর্ষিত হোক সকলের জীবনে। সকলেই পৌঁছাক তার গন্তব্যে, শ্রী রামের কাছে এমনই প্রার্থনা করি।
শ্রী রাম নবমীর উদযাপনের পিছনে আছে বিশেষ আখ্যান। রাবণ- বধের গল্প কম-বেশি সকলেরই জানা। কথিত আছে, রাবণ ভগবান ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে ছিলেন যে. তিনি কখনও দেবতা বা যক্ষের (দেবতা) দ্বারা নিহত হবেন না। তিনি ছিলেন সর্বাপেক্ষা শক্তিশালী ও অত্যাচারী। তাই এই সমস্ত দেবতারা রাবণের দৌরাত্ম্য দমন করতে সাহায্যের আবেদন নিয়ে বিষ্ণুর কাছে যান। এরপরই রাবণ-নিধন ও ধর্মের শাসন প্রতিষ্ঠা করতে রাজা দশরথের স্ত্রী কৌশল্যার গর্ভে ভগবান রামচন্দ্র জন্ম দেন।
জ্যোতিষ মতে রাম নবমী দিনটি খুব গুরুত্ব পূর্ণ এদিন রয়েছে শুভ যোগ। চৈত্র নবরাত্রির প্রতিপদ, অষ্টমী এবং নবমী তিথিগুলোতে কোনও নতুন কাজ শুরু করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -