Biscuit: প্রতিদিন বিস্কুট খান আপনি? কোন কোন জটিল রোগে আক্রান্ত হতে পারেন?
Biscuits Benefit: বিস্কুটের মধ্যে থাকে ক্ষতিকারক ক্যালোরি। যা অত্যাধুনিক পরিমাণে খেলে ফল মারাত্মক হতে পারে।
Biscuits
1/8
অতিরিক্ত বিস্কুট ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। মার্কিন চিকিৎসক ও গবেষকরা বলছেন, বিস্কুট মানেই ময়দার ব্যবহার। অতিরিক্ত বিস্কুট খেলে অস্বাভাবিক স্থূলতা, ডায়াবেটিস, এমনকী ক্যানসারের মতো রোগ বাসা বাঁধতে পারে শরীরে।
2/8
অতিরিক্ত বিস্কুট খাওয়ার ফলে ধীরে ধীরে বাড়তে থাকে ওজন। সেই সঙ্গে এন্ডমেট্রিয়াল ক্যানসারের ঝুঁকিও অনেকটা বেড়ে যায়। পাশাপাশি বিস্কুটের মধ্যে থাকে ক্ষতিকারক ক্যালোরি।
3/8
বিস্কুটের অত্যধিক পরিমাণে ময়দা ব্যবহার করা হয় এই জন্য অনেকেই কোষ্ঠকাঠিন্য অসুখে ভোগেন।
4/8
বিস্কুটে থাকে অত্যাধিক পরিমাণ ক্যালোরি এবং ফ্যাট জাতীয় পদার্থ। প্রতিদিন যদি পাঁচটি করে বিস্কুট একটু বেশি পরিমাণে খাওয়া হয় তাহলে আপনার স্মরণশক্তি ধীরে ধীরে কমতে পারে, জানাচ্ছে সুইডেনের গবেষণা।
5/8
বিস্কুটে ট্রান্স ফ্যাটের পরিমাণ বেশি থাকায় রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকে। ফলে, ডায়াবেটিস ও হৃদরোগসহ নানা রোগের ঝুঁকিও বাড়তে থাকে। শিশুদের অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে।
6/8
তবে ডাইজেস্টিভ বিস্কুট এর কিছু গুণ আছে যা আপনার শরীরে সদর্থক প্রভাব ফেলতে পারে।
7/8
ডাইজেস্টিভ বিস্কুট সরাসরি শরীরে অনেক এনার্জি দেয়। এটিতে অনেকটা পরিমাণে ফাইবার থাকে, সেই কারণে এটি সহজে হজমে সাহায্য করে।
8/8
তাই বিস্কুটের থেকে মুড়ি বেশি করে খেতে পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। বিস্কুট খেলেও তা পরিমাণ মতোই খাওয়া ভাল।
Published at : 25 Jul 2022 02:16 PM (IST)