In Pics: ডিটারজেন্ট শেষ? ঘরোয়া পদ্ধতিতেই পরিষ্কার হবে জামাকাপড়, রইল টিপস
অর্ধের কাপ বেকিং সোডা এবং অর্ধেক কাপ ভিনিগার ভাল করে মিশিয়ে নিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু এই দুটোর মধ্যে কোনওটাই যদি না থাকে, তাহলে কী করবেন? কীভাবে জামাকাপড় কাচবেন?
ডিটারজেন্ট বা সাবান না থাকলেও জামাকাপড় কাচা সম্ভব। বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়েই সহজেই কাচতে পারবেন জামাকাপড়।
ভিনিগার এবং বেকিং সোডা মিশিয়ে ডিটারজেন্ট বানিয়ে ফেলতে পারেন। অর্ধের কাপ বেকিং সোডা এবং অর্ধেক কাপ ভিনিগার ভাল করে মিশিয়ে নিন।
ওয়াশিং মেশিনে দিয়ে বা এক বালতি জলে এই মিশ্রণ দিয়ে জামাকাপড় কাচা যাবে। তাতে পরিষ্কার হবে পাশাপাশি সুন্দর গন্ধও বেরোব।
লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে নিন। দাগ তুলতে লেবুর জুড়ি মেলা ভার।
অর্ধেক কাপ বেকিং সোডা এবং লেবুর রস মিশিয়ে নিন। ডিটারজেন্টের বদলে ওয়াশিং মেশিনে দিন ওই মিশ্রণ। বালতিতে কিছুক্ষণ ওই মিশ্রণ আর জল দিয়ে জামা ভিজিয়ে কেচে নিতে পারে।
নোংরা বা দাগ তুলতে ব্যবহার করতে পারেন শ্যাম্পু বা বডি ওয়াশ।
তবে অতিরিক্ত নয়, খুব সামান্য পরিমাণ শ্যাম্পু বা বডি ওয়াশ মিশিয়ে ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচতে পারেন। অথবা বালতিতে জল-শ্যাম্পু মিশিয়ে কেচে নিতে পারেন জামাকাপড়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -