Basant Panchami 2022: বইয়ের বাইরে মনের পাঠ, সরস্বতী পুজো আজও প্রেম দিবসই
কৈশোরে প্রথম বসন্তের ছোঁয়া মনে। প্যান্ডেলে চোখাচোখি থেকেই হাতে হাত রাখার অঙ্গীকার। সরস্বতী পুজো মানেই প্রথম বার প্রেমের উপলব্ধি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকবে, কী ভাবে সরস্বতী পুজোর সঙ্গে মন দেওয়া-নেওয়া জুড়ে গেল, হাতগুনেও বলা অসম্ভব। কিন্তু সরস্বতী পুজো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে হয়ে উঠল কী ভাবে!
উত্তর খুঁজতে গেলে এর সঙ্গেও মনের সংযোগ মিলবে। ছোট থেকে বিদ্যার দেবী হিসেবেই সরস্বতীর আরাধনা। কৈশোরে ঠিক যখন বিধিনিষেধের বেড়া ভেঙে ডানা মেলার ইচ্ছে জাগে, তখনই সরস্বতী পুজো হয়ে ওঠে সেই মনের জানলা।
এই সন্ধি ক্ষণ আসে মূলত ১৩-১৪ বছর বয়স থেকে। দেবীমূর্তির পায়ে বই নিবেদন করে, ‘বিদ্যা দাও, বুদ্ধি দাও’ বলার পাঠ তখন বিদায় নিচ্ছে মন থেকে। বরং অনেক না বলা কথা ভাগ করে নেওয়ার জন্য উৎসুক হয়ে ওঠে মন।
সেই সময়ই বাড়ি থেকে স্কুল, স্কুল থেকে বাড়ি, এই গণ্ডি পেরিয়ে বন্ধুদের সঙ্গে বেরনোর সুযোগ এসে যায় এই সরস্বতী পুজোর হাত ধরে। প্রথম বার শাড়ি পরে নারী হয়ে ওঠার অনুভূতি যখন উপলব্ধি করে মেয়েরা, সেই সময়ই তাকে নারী হিসেবে দেখা শুরু পুরুষেরও।
তার উপর বিদায়ী শীত, আসন্ন বসন্ত, নিজের অজান্তেই কিশোর মন গেয়ে ওঠে গুনগুন করে। তাই একসঙ্গে ফুচকা খাওয়া, ছবি তোলা, হাঁটতে হাঁটতে কখনও পাশাপাশি চলে আসা, ছোট ছোট মুহূর্তগুলিই গেঁথে যায় মনে।
রাস্তার মোড়ে মোড়ে ইংলিশ মিডিয়াম স্কুল গড়ে উঠলেও, বাঙালি ছেলেমেয়েদের অধিকাংশই এখনও কো-এড স্কুলের গণ্ডি থেকে দূরে। তাই বয়ঃসন্ধি কালে প্রথম বার অন্য পক্ষের সঙ্গে কথা বলা, ভাললাগা, না লাগা জানতে পারা ঘিরেও আবেগ কাজ করে।
মেয়েসর্বস্ব বা ছেলেসর্বস্ব স্কুলে পড়লেও, সারা বছর কোচিং ক্লাসে হয়ত দেখা হয়। কিন্তু বইয়ে মুখ গুঁজেই সময় কেটে যায় সেখানে। পাশের মানুষটিকে ভাল লাগলেও, বলার উপায় থাকে না। সরস্বতী পুজোকে তাই অনুভূতি প্রকাশের সন্ধিক্ষণ হিসেবেও বেছে নেয় অনেকে। একসঙ্গ আল্পনা দেওয়া থেকে পুজোর জোগাড়, পরস্পরকে চেনার সুযোগ।
এর মধ্যে বাঙালি মধ্যবিত্ত সমাজের মানসিকতাও জড়িয়ে রয়েছে বলে মনে করা হয়। কারণ সাধারণ পরিবারের ছেলেমেয়েরা পরস্পরের সঙ্গে সে ভাবে মেশার সুযোগই পায় না। কথা বলা তো দূর। সরস্বতী পুজোয় সেই বাধা থাকে না।
এর পাশাপাশি, পড়াশোনা সরিয়ে রেখে একটা দিন নিজের মতো কাটানো, নিজের পছন্দের মানুষের সঙ্গে ভাব জমানো, বড়দের বিধিনিষেধ এড়িয়ে খোলাখুলি নিজের মনের কথা বলা, সবমিলিয়ে সরস্বতী পুজোতেই প্রথম মনের সন্ধান মেলে। তাই সরস্বতী পুজো এবং প্রেমকে আলাদা করতে পারে না বাঙালি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -