Saraswati Pujo: সরস্বতী পুজোর শুভ যোগে কোন মন্ত্রে এ বছর বীণাপাণিকে তুষ্ট করবেন? রইল সেই তালিকা
হিন্দু ক্যালেন্ডার অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হবে সরস্বতী পুজো। ২৬ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার বসন্ত পঞ্চমী উৎসবের তিথি পড়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্বেতশুভ্র সাজে বীণা হাতে আমাদের কাছে আসেন মা সরস্বতী। বাগদেবীর আরাধনা হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। শিল্প ও সঙ্গীতের প্রতীক মা সরস্বতীর পুজো করা হয় এই দিনে।
পঞ্জিকা মতে, এ বছর বসন্ত পঞ্চমীতে ৪টি বিশেষ শুভ যোগ তৈরি হচ্ছে। এই ধরনের শুভ যোগে মা সরস্বতীর আরাধনাকারী ভক্তদের প্রতিটি ইচ্ছা পূরণ হয়।
পুজোর দিন সকালে গায়ে নিম ও হলুদ বাটা মেখেও স্নান করেন অনেকে। আগেকার দিনে এই সময় বসন্ত রোগের প্রাদুর্ভাব দেখা দিত। সেই কারণেও নিম ও হলুদ বাটা মেখে স্নান করা এই সময় উপকারী।
পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সরস্বতী পুজোর যে মন্ত্র রয়েছে, তার মধ্যে এই অংশটি তাৎপর্যপূর্ণ। 'সরস্বতী মহাভাগে বিদ্যেকমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুকতাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে। নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।। এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।'
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা। শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।। শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা। শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা। বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ। পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।। স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্। যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -