Toothpicks: ঘন ঘন টুথপিকের ব্যবহার, বিপদ ডেকে আনছেন না তো!
মুখের স্বাস্থ্যকে অনেকেই অবহেলা করেন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ। যা মানব দেহের সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ গঠন করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই মাড়ি থেকেই অনেক রোগ ছড়িয়ে পড়ে সারা দেহে। এমনকী জীবাণুর বাহকও হয়ে ওঠে এই মাড়ি। যা থেকে অন্যান্য রোগও হতে পারে।
দাঁতের ফাঁকে বা মাড়িতে কোনও খাবার আটকে গেলে তা বের করতে অনেকেই টুথপিক বা দেশলাইয়ের কাঠি ব্যবহার করেন।
যা দাঁত এবং মাড়ির জন্য বড় সমস্যা হতে পারে। টুথপিক ব্যবহার করলে মুখের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে। তা থেকে মাড়ি সংক্রান্ত নানা সমস্যা হতে পারে।
টুথপিক ব্যবহারে রুট ক্যানেল এবং দাঁতের গঠনকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। টুথপিকের অত্যধিক ব্যবহার দাঁতের মধ্যে ব্যবধান তৈরি করতে পারে।
এই ব্যবধানের ফলে শুধুমাত্র চোয়ালের ব্যথার সমস্যাই বাড়াবে না বরং দাঁত এবং মাড়ির মধ্যে খাবার আটকে যাওয়ার সম্ভাবনাও বাড়িয়ে দেবে।
টুথপিক বা দেশলাই কাঠি ব্যবহারের ফলে দাঁতের এনামেল স্তরকে ক্ষতিগ্রস্ত করে এবং দাঁত দুর্বল করে।
ঘন ঘন টুথপিক ব্যবহার আপনার দাঁতের গোড়ার ক্ষতি করবে। টুথপিক ব্যবহার করার সময়, টুথপিক ভেঙে মাড়িতে আটকে গেলে টিস্যুর ক্ষতি হবে।
দাঁতের মাড়ি থেকে রক্তপাত হলে দাঁতের চিকিত্সক টুথপিক ব্যবহার না করার পরামর্শ দেন। কারণ তাতে ক্ষতের মাত্রা বাড়তে পারে।
চিকিৎসকরা পরামর্শ দেন টুথপিক ব্যবহারের পরিবর্তে দুপুরের খাবার এবং রাতের খাবারের পরে দাঁত ব্রাশ করলে মাড়ির গহ্বরের সমস্যা দূর হতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -