Morning Tea Benefits : সকালের চায়ে এত গুণ জানলে অবাক হবেন !
সকালে এক চাপ না হলে কি কারও চলে ? বিশেষ করে শীতকালে অধিকাংশেরই দিন শুরু হয় চা দিয়েই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেউ কেউ কফি পছন্দ করলেও, অধিকাংশেরই ঝোঁক চায়ের প্রতি।
কিন্তু, জানেন কি সকালের এই চায়ে রয়েছে একাধিক উপকারিতা ?
চায়ের ব্যাক্টেরিয়ারোধী উপাদান গ্যাস্ট্রিটিস ও আলসারের মতো হজমের সমস্যা কাটাতে সাহায্য করে।
রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে।
সকালের চা ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণে ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
শুধু তা-ই নয়, সকালে নিয়মিত চা পান প্রদাহ কমাতে সাহায্য করে।
চায়ে রয়েছে ফ্ল্যাভনয়েড, ফেনোলিক অ্যাসিড ও আইসোথিওসাইনাটিস। যা প্রদাহ কমাতে সাহায্য করে। সেই প্রদাহ যা ক্রনিক রোগের কারণ হতে পারে।
এমনকী কার্ডিওভাস্কুলার সিস্টেমও স্বাস্থ্যসম্মত রাখতে সাহায্য করে।
কোলেস্টেরল ও রক্তে লিপিডের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -