Healthy Relationships : কারও সঙ্গে স্বাস্থ্যকর সম্পর্ক গড়বেন কীভাবে ?
কীভাবে কারও সঙ্গে ভাল সম্পর্ক গড়ে তুলবেন ? ভিন্ন মতের প্রশংসা করুন
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্যের দৃষ্ঠিকোণ থেকেও কোনও বিষয় দেখার প্রয়োজন রয়েছে। এটা বুঝতে হবে যে, সবাই একই রকম ভাবে না। ভিন্ন মতকে গুরুত্ব দেওয়া শিখতে হবে
মন দিয়ে শুনুন
কারও বক্তব্য আপনি যদি মন দিয়ে শোনেন, তাহলে সংশ্লিষ্ট মানুষটি সম্মানিত বোধ করবেন
পরস্পরের সঙ্গে সম্পর্ক কাটান
অতীত বা ভবিষ্যতের কথা না ভেবে পরস্পরের সঙ্গে কাটানো মুহূর্ত উপভোগ করুন
সহানুভূতিই চাবিকাঠি
কাউকে সহানুভূতি জানানো মানে এই নয় যে, আপনি তাঁর সমস্যার সমাধান করে ফেলবেন। এর অর্থ, আপনি তাঁর সমালোচনা না করে বা হাসির খোরাক না বানিয়ে তাঁকে বুঝবেন
প্রতিক্রিয়া জানানো গুরুত্বপূর্ণ
গঠনমূলক প্রতিক্রিয়া আপনাকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। এমনকী আপনি যদি তা শুনতে না-ও চান
- - - - - - - - - Advertisement - - - - - - - - -