Stop Snoring Immediately : সঙ্গীর নাক ডাকার কারণে ঘুম আসছে না ? কী খেলে নিয়ন্ত্রণে
ঘুমের ঘোরে অনেকেই নাক ডাকে। যার ফলে পাশে শুয়ে থাকা মানুষটার সমস্যার শেষ থাকে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনিয়মিত লাইফস্টাইলের কারণে এই সমস্যা দিন দিন বাড়ছে। কিন্তু, এটা শরীরের গুরুতর সমস্যার সংকেতও হতে পারে।
নাক ডাকা শুধুমাত্র পাশে ঘুমানো মানুষটার জন্যই সমস্যাবহুল নয়, আপনার নিজের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এটা ইঙ্গিত দেয় যে আপনার হৃদয়ের উপর কতটা চাপ পড়ছে।
মধু ব্যবহার করে নাক ডাকা থেকে মুক্তি পেতে পারেন।
রাতে ঘুমানোর আগে গরম জল বা দুধের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে পান করলে নাকের পথ খুলে যাবে, ফলে শ্বাস নিতে কোনও সমস্যা হবে না।
আপেল খেলেও নাক ডাকার সমস্যাও চলে যায়। এতে উপস্থিত পুষ্টি উপাদান রক্তনালীর কার্যকারিতা উন্নত করতে কাজ করে, যার কারণে নাক ডাকার সমস্যা চলে যায়।
এক গ্লাস দুধে যদি অল্প একটু হলুদ মিশিয়ে পান করেন, তাতেও নাক ডাকার সমস্যা কেটে যায়। হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-বায়োটিক বৈশিষ্ট্য নাক খোলা রাখতে সাহায্য করে।
আদার পুষ্টি উপাদান রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ঘুমানোর আগে আদা চা পান করলে নাক ডাকার সমস্যা চলে যায়।
আনারসও শরীরের রক্ত সঞ্চালন বাড়ানোর পাশাপাশি নাকের ফোলা কমাতে সাহায্য করে। এটি ডায়েটে অন্তর্ভুক্ত করলে আপনি নাক ডাকা থেকে মুক্তি পাবেন।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -