Stop Snoring Immediately : সঙ্গীর নাক ডাকার কারণে ঘুম আসছে না ? কী খেলে নিয়ন্ত্রণে
অনিয়মিত লাইফস্টাইলের কারণে এই সমস্যা দিন দিন বাড়ছে
ফাইল ছবি
1/10
ঘুমের ঘোরে অনেকেই নাক ডাকে। যার ফলে পাশে শুয়ে থাকা মানুষটার সমস্যার শেষ থাকে না।
2/10
অনিয়মিত লাইফস্টাইলের কারণে এই সমস্যা দিন দিন বাড়ছে। কিন্তু, এটা শরীরের গুরুতর সমস্যার সংকেতও হতে পারে।
3/10
নাক ডাকা শুধুমাত্র পাশে ঘুমানো মানুষটার জন্যই সমস্যাবহুল নয়, আপনার নিজের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। এটা ইঙ্গিত দেয় যে আপনার হৃদয়ের উপর কতটা চাপ পড়ছে।
4/10
মধু ব্যবহার করে নাক ডাকা থেকে মুক্তি পেতে পারেন।
5/10
রাতে ঘুমানোর আগে গরম জল বা দুধের সঙ্গে এক চামচ মধু মিশিয়ে পান করলে নাকের পথ খুলে যাবে, ফলে শ্বাস নিতে কোনও সমস্যা হবে না।
6/10
আপেল খেলেও নাক ডাকার সমস্যাও চলে যায়। এতে উপস্থিত পুষ্টি উপাদান রক্তনালীর কার্যকারিতা উন্নত করতে কাজ করে, যার কারণে নাক ডাকার সমস্যা চলে যায়।
7/10
এক গ্লাস দুধে যদি অল্প একটু হলুদ মিশিয়ে পান করেন, তাতেও নাক ডাকার সমস্যা কেটে যায়। হলুদের অ্যান্টি-ইনফ্লেমেটরি এবং অ্যান্টি-বায়োটিক বৈশিষ্ট্য নাক খোলা রাখতে সাহায্য করে।
8/10
আদার পুষ্টি উপাদান রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। ঘুমানোর আগে আদা চা পান করলে নাক ডাকার সমস্যা চলে যায়।
9/10
আনারসও শরীরের রক্ত সঞ্চালন বাড়ানোর পাশাপাশি নাকের ফোলা কমাতে সাহায্য করে। এটি ডায়েটে অন্তর্ভুক্ত করলে আপনি নাক ডাকা থেকে মুক্তি পাবেন।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 11 Apr 2023 01:30 PM (IST)