Health Tips: ঋতু পরিবর্তনে জ্বর-সর্দির উপদ্রব, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পাতে রাখবেন কোন কোন খাবার ?
ঘন ঘন তাপমাত্রার পরিবর্তন, শরীরচর্চা কমিয়ে দেওয়া-সহ বিভিন্ন কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় শরতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযার জেরে জ্বর, সর্দি, মরসুমি রোগ লেগেই থাকে। এই পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতাই প্যাথোজেন ও ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে।
তাই, ঋতু পরিবর্তনের এই সময়ে সুষম ও পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। কিছু খাবারে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার উপাদান।
কুমড়ো- ভিটামিন এ সমৃদ্ধ কুমড়ো, শ্বেত রক্তকণিকা বাড়াতে সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
আপেল- অ্যান্টি-অক্সিডেন্ট ও হজমের ফাইবারে সমৃদ্ধ। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
রসুন-প্রাকৃতিক উপাদান রয়েছে রসুনে। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।
মিষ্টি আলু- এতে রয়েছে বিটা-ক্যারোটিন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বক স্বাস্থ্যকর রাখে।
হলুদ- হলুদে থাকা কারকিউমিনে প্রদাহরোধী উপাদান থাকে। যার জেরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। দুধে বা তরকারিতে মিশিয়ে খেতে পারেন।
আদা- আদায় থাকা জিঞ্জারোল প্রদাহ কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চায়ে মিশিয়ে খেতে পারেন বা তারকারিতে দিতে পারেন।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -