Raksha Bandhan 2022 : গ্যাজেট ভালবাসে বোন ? রাখিতে দিতে পারেন এই উপহার
রাখিবন্ধন উৎসব। প্রত্যেক বোনই অপেক্ষায় থাকে রাখিবন্ধনের জন্য। অন্যদিকে, ভাইয়েরাও অপেক্ষায় থকে, এবার বোন কোন প্রিয় মিষ্টিটা, কোন রাখিটা পরাবে তার হাতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী ১১ অগাস্ট রাখিবন্ধন উৎসব। হাতে আর কয়েকটা দিন। তাই অধীর আগ্রহে ভাই-বোনেরা অপেক্ষা করছে বিশেষ এই উৎসবের জন্য।
কিন্তু, বোনকে কী উপহার দেবেন ? যদি সে ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত না নিয়ে থাকেন, তাহলে তাঁদের জন্য রইল কয়েকটি পরামর্শ।
এই সময় আপনি আপনার প্রযুক্তিতে তুখোড় বোনকে দিতে পারেন উচ্চ প্রযুক্তি-সম্পন্ন কিছু উপহার। তাতে আপনার বোন আনন্দে লাফিয়ে উঠবেন। দেখে নেওয়া যাক, এই রাখি বন্ধনের উৎসবে আপনার বোনকে কী ধরনের উপহার দিতে পারেন।
Instant Camera: মেয়েদের জন্য এই উপহার সবচেয়ে অনন্য এবং সেরা। কারণ, তারা ফ্রেমিং এবং ফটো তোলা পছন্দ করে। এই ক্যামেরায় রিল মানেই ছবি উঠে যায় সঙ্গে সঙ্গে।
Wireless Earbuds:বোনকে ওয়্যারলেস ইয়ারবাড দিতে পারেন। তারের ইয়ারফোন গলায় ঝুলিয়ে, হাতে মোবাইল নেওয়ার সেই যুগ কার্যত চলে গেছে। এর পরিপ্রেক্ষিতে ওয়্যারলেস ইয়ারবাডগুলি বেশ আরামদায়ক।
Kindle: আপনার বোন যদি বই পড়তে পছন্দ করেন, তাহলে তাকে একটি অ্যামাজন কিন্ডল উপহার দিতে পারেন। তাতে যে কোনও জায়গায় তাঁর পছন্দের বই ডাউনলোড করে পড়তে পারবেন।
Smart Watch: আজকাল এই ঘড়িটি তরুণদের মধ্যে আলোড়ন ফেলেছে। আপনার বোন যদি ফিটনেস আসক্ত হন, তাহলে এই ঘড়িটি তার জন্য সেরা উপহার।
Bluetooth Speaker:আপনার বোন যদি নাচ বা গান গাইতে পছন্দ করেন তবে এই স্পিকারটি তার জন্য সেরা হবে। শুধু ফোনের ব্লুটুথ চালু করুন এবং স্পিকার সংযোগ করুন।
ভাইয়ের হাতে রাখি পরিয়ে বোনের উপহার পাওয়ার এই মুহূর্ত বড়ই আনন্দের। কয়েক দিনের প্রতীক্ষা। তার পরেই আসতে চলেছে সেই শুভক্ষণ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -