Tomato Benefits : নিয়মিত টমেটো খেলে রক্ত শুদ্ধ হয়, নিয়ন্ত্রণে থাকবে রক্তচাপও
স্বাস্থ্যের পক্ষে টমেটো খুবই উপকারী। রয়েছে একাধিক উপকারিতা(ছবি সৌজন্যে : Pixabay)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপটাসিয়াম, ভিটামিন সি, ভিটামিন কে ও অন্য পুষ্টি উপাদানে সমৃদ্ধ টমেটো(ছবি সৌজন্যে : Pixabay)।
নিয়মিত টমেটো খেলে রক্ত শুদ্ধ হয়(ছবি সৌজন্যে : Pixabay)।
টমেটোয় রয়েছে ফাইবার। কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং হজমে সাহায্য করে(ছবি সৌজন্যে : Pixabay)।
গবেষণায় দেখা গেছে, নিয়মিত টমেটো খেলে কোলেস্টেরলের মাত্রা কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে(ছবি সৌজন্যে : Pixabay)।
ব্রণ, রোদে পোড়ার মতো চামড়া সংক্রান্ত একাধিক সমস্যার সমাধান করতে পারে(ছবি সৌজন্যে : Pixabay)।
টমেটো চুলের স্বাস্থ্য ভাল রাখে(ছবি সৌজন্যে : Pixabay)।
লাইকোপেন নামক অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। যা কোলেস্টেরলের পরিমাণ কমাতে সাহায্য করে(ছবি সৌজন্যে : Pixabay)।
দৃষ্টিশক্তি ও চামড়ার পক্ষেও উপকারী(ছবি সৌজন্যে : Pixabay)।
উচ্চমাত্রায় ফাইবার কিন্তু কম পরিমাণে ক্যালরি রয়েছে। তাই ওজন ঝরাতে সাহায্য করে টমেটো(ছবি সৌজন্যে : Pixabay)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -