Health News : হাতে মোবাইল নিয়ে খাবার খান ? নিজের কী ক্ষতি করছেন ?
ব্রেকফাস্ট বা দুপুরের খাবার হোক বা রাতের খাবার, এইসব সময়ে অনেকের ফোন ব্যবহার করার অভ্যাস আছে
প্রতীকী ছবি
1/10
আজকাল ফোন আমাদের জীবনের এতটাই দখল করে নিয়েছে যে খাওয়া-দাওয়া, ওঠা-বসা সব সময়ই আমাদের মনোযোগ ফোনের দিকে থাকে।
2/10
ব্রেকফাস্ট বা দুপুরের খাবার হোক বা রাতের খাবার, এইসব সময়ে অনেকের ফোন ব্যবহার করার অভ্যাস আছে। এই কারণে তারা ঘণ্টার পর ঘণ্টা খাবার খেতে থাকে।
3/10
আপনিও যদি একই কাজ করে থাকেন, তবে সাবধান হন। কারণ, এটি স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক। এমনটা করা মানে নিজেই রোগকে আমন্ত্রণ জানানো।
4/10
শিশুদের মধ্যেও এই অভ্যাস দেখা যায়। বাবা-মা তাদের জেদের কাছে অনেক সময়ই হার মানে। কিন্তু, এটা করা তাদের সন্তানের জন্য মোটেও ঠিক নয়। খাওয়ার সময় স্মার্টফোন ব্যবহার করলে তিনটি রোগের ঝুঁকি বাড়ে।
5/10
যারা খাবার খাওয়ার সময় মোবাইল ফোন বা টিভি দেখেন, তাঁদের ডায়াবেটিসের ঝুঁকি বাড়তে পারে।
6/10
আসলে খাবার খাওয়ার সময় ফোন ব্যবহার করলে খাবার সঠিকভাবে প্রক্রিয়াজাত হয় না। এই কারণে ওজন বাড়তে থাকে। এই অবস্থায় মেটাবলিজম ধীরগতির কারণে, ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।
7/10
আপনি যখন খাওয়ার সময় আপনার ফোন ব্যবহার করেন, তখন আপনার পুরো মনোযোগ ফোনেই থাকে। এই কারণে, আপনি আপনার খিদের চেয়ে বেশি খাবার খেয়ে ফেলেন।
8/10
এই পরিস্থিতিতে অতিরিক্ত খাওয়ার কারণে স্থূলতার সমস্যা বাড়তে পারে। স্থূলতা বৃদ্ধির কারণে শরীরে নানা রোগের প্রকোপ দেখা দেয়। তাই খাবার খাওয়ার সময় ফোন ব্যবহার করবেন না।
9/10
খাবার খাওয়ার সময় সব মনোযোগ থাকে ফোন ব্যবহারের দিকে। এই কারণে, খাবার সঠিকভাবে চিবানো হয় না এবং সরাসরি গিলে ফেলা হয়। তাই খাবার হজম হয় না এবং হজমের সমস্যা হতে পারে। পেট ব্যথা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে।
10/10
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 01 Sep 2023 01:57 PM (IST)