Health Tips: শীতে কেন নিয়মিত চিনাবাদাম খাবেন ?

সুস্বাদু, পেট ভরিয়ে রাখে এবং প্রয়োজনীয় পুষ্টি রয়েছে চিনাবাদামে।

ফাইল ছবি

1/10
শীতে খাদ্যাভ্যাস বদলে ফেলা উচিত, এমনই বলে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
2/10
এখন শীতের নির্দিষ্ট কিছু খাবার পাওয়া যায়, যা প্রয়োজনীয় পুষ্টি জোগায় এবং শরীরকে উষ্ণ রাখে। এই তালিকায় রাখা যেতে পারে চিনাবাদাম।
3/10
সুস্বাদু, পেট ভরিয়ে রাখে এবং প্রয়োজনীয় পুষ্টি রয়েছে চিনাবাদামে। কিন্তু, শীতে কেন নিয়মিত এই বাদাম খেতে হবে ?
4/10
সঠিক পরিমাণে চিনাবাদাম খেলে ওজন ঝরে। প্রোটিনের ভাল উৎস। দীর্ঘক্ষণ পেট ভরে থাকে।
5/10
শরীরের জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদান প্রোটিন। কিন্তু, অনেকেই জানেন না যে চিনাবাদামে প্রোটিন আছে। তাই শীতে এই বাদাম পাতে রাখতে ভুলবেন না।
6/10
চিনাবাদামে উপস্থিত প্রোটিন পেশির স্বাস্থ্যের পক্ষে উপকারী। দীর্ঘক্ষণ শরীরচর্চা করার পর এই বাদাম খেলে তা শরীরের পক্ষে কার্যকর হয়।
7/10
সন্তানের সুস্বাস্থ্যের জন্য ফোলাটজাতীয় খাবার খেতে বলা হয় অন্তঃসত্ত্বাদের। চিনাবাদামে রয়েছে ফোলাট।
8/10
খাদ্যাভ্যাসের ওপর অনেকাংশে নির্ভর করে ত্বকের প্রকৃতি।
9/10
চিনবাদামে রয়েছে ভিটামিন বি৩ ও নিয়াসিন। যা ত্বকের কোঁচকানো ভাবা কাটিয়ে দেয়। ত্বক সংক্রান্ত রোগও দূরে সরিয়ে রাখে।
10/10
ডিসক্লেইমার :কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Sponsored Links by Taboola