Health Tips : দিনের শুরুতেই খালি পেটে চিবিয়ে নিন ৫-৬টি কারিপাতা, ম্যাজিকের মত কাজ করবে শরীরে
অধিকাংশ গৃহস্থের রান্নাঘরেই থাকে কারিপাতা। অল্প কয়েকটি কারিপাতা আপনার খাবারের স্বাদ বদলে দিতে পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appখুব সহজেই এই পাতা পাওয়া যায়। মূলত দক্ষিণ ভারতের খাবারের পদে এই পাতার ব্যবহার খুবই করা হয়। বাড়িতে বসানো যেতে পারে এই পাতার গাছ।
তবে, খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও, স্বাস্থ্যের পক্ষেও উপকারী কারিপাতা। দিনের শুরুটা যদি কয়েকটি কারিপাতা সহযোগে হয়, তাহলে তা শরীরে বিস্ময় ঘটাতে পারে।
সুস্বাস্থ্য ধরে রাখতে সকালে খালি পেটে ৫-৬টি কারিপাতা চিবিয়ে নিন। সঙ্গে এক গ্লাস জল পান করুন। তাতে কী উপকার পেতে পারেন দেখে নিন
কারিপাতা অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রোটিন সমৃদ্ধ। যার জেরে চুলের স্বাস্থ্য ভাল থাকে।
এই পাতায় বর্তমান ভিটামিন বি-ও চুলের পক্ষে উপকারী। চুলের বাড় হয় এবং অকালে চুল পড়া রোধ করে।
অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে কারিপাতা। অসুস্থ হওয়া ঠেকায়।
কারিপাতায় রয়েছে ভিটামিন এ। যা দৃষ্টিশক্তি ভাল রাখে। এছাড়া বয়সজনিত সমস্যাও ঠেকায়।
এছাড়া গ্যাস ও বদহজমের মত সমস্যা নিয়ন্ত্রণ করতে পারে কারিপাতা। সকাল সকাল এইসব সমস্যা দেখা দিলে সারাটা দিন মাটি হয়ে যেতে পারে।
পর্যবেক্ষণ অনুযায়ী, কারিপাতায় উপস্থিত অ্যান্টিওবেসিটি এবং লিপিড-হ্রাসকারী উপাদান স্থূলতার বিরুদ্ধে লড়াই করতে পারে। কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণ করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -