Ice Water: যখন তখন বরফ জলে চুমুক! ক্ষতি ডেকে আনছেন না তো?
Lifestyle Tips: গরমে নাজেহাল অবস্থা। এই সময় সাময়িক স্বস্তি দিচ্ছে ঠান্ডা জল। কিন্তু তা ডেকে আনতে পারে মারাত্মক ক্ষতি।
ফাইল ছবি
1/10
গরম পড়তেই ফের শুরু ঠান্ডা জল পান। কখনও বা কোল্ড ড্রিঙ্ক কখনও আবার রাস্তা থেকে বিভিন্ন রঙিন জল পানের প্রবণতা বাড়ছে।
2/10
ঠান্ডা জলই শুধু নয়, তার সঙ্গে বাড়ছে বরফ মিশিয়ে পানের অভ্যেস। প্রবল দাবদাহের মধ্যে তাতে মিলছে ক্ষণিকের স্বস্তি। কিন্তু আদৌ কতটা শরীরের জন্য ভাল এই জল?
3/10
অতিরিক্ত ঠান্ডা জল পানের ফলে শরীরে নামা সমস্যা হতে পারে। যার মধ্যে অন্যতম হজমের সমস্যা। হতে পারে প্যাট ব্যথাও।
4/10
প্রতিদিন কনকনে ঠান্ডা জল পানের জন্য গলার সমস্যা হতে পারে। যার মধ্যে অন্যতম গলা ব্যথা।
5/10
ঠান্ডা জল পান করলে নার্ভ শিথিল হতে শুরু করে। তার প্রভাব পড়ে ব্রেনের উপর। এতে মাথা যন্ত্রণার সমস্যা বাড়ে।
6/10
বিশেষ করে যাঁদের মাইগ্রেন বা সাইনাসের মতো সমস্যা রয়েছে তাঁদের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন। অতিরিক্ত ঠান্ডা জল পানে এই সমস্যা বাড়তে পারে।
7/10
প্রবল গরম থেকে এসে ঠান্ডা জল পান করলে গলার সমস্যা হতে পারে। জলের সঙ্গে বরফ মিশিয়ে পান করলেও গলা ফুলে যেতে পারে।
8/10
অতিরিক্ত ঠান্ডা জল পান করলে স্নায়ুতন্ত্রের উপর প্রভাব পড়ে। তাতে হার্ট রেট কমতে পারে। একটানা অতিরিক্ত ঠান্ডা জল পান করলে আশঙ্কা থাকে হৃদরোগের।
9/10
বরফ জলের সরাসরি প্রভাব পড়ে দাঁতের উপর। অতিরিক্ত ঠান্ডার ফলে দাঁত শিরশির করে। দাঁতের এনামেল ক্ষয়ের আশঙ্কা থাকে। এর ফলে খাবার চিবিয়ে খেতেও সমস্যা হয়।
10/10
কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় পদ্ধতি ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 21 Apr 2024 08:18 PM (IST)