Eating Too Much Makhana: মাখানা সুপারফুড বটে, কিন্তু অতিরিক্ত খেলেই বিপদ
Health Tips: গুণগান শুনছেন বলেই ডায়েটে যুক্ত করবেন না। পরামর্শ নিন বিশেষজ্ঞের। ছবি: ফ্রিপিক।
ছবি: ফ্রিপিক।
1/10
বরাবরই চাষ হয়ে এসেছে। কিন্তু মাখানা নিয়ে এত চর্চা হালফিলে।
2/10
কেউ কেউ মাখানাকে সুপারফুডও বলছেন। ফলে সকলেই মাখানা খাওয়ার দিকে ঝুঁকছেন।
3/10
মাখানা খাওয়া নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু অতিরিক্ত হলে সমস্যা দিতে পারে।
4/10
মাখানা তুলনামূলক হালকা, সহজে হজমও হয়। কিন্তু অতিরিক্ত মাখানা খেলে কোষ্ঠকাঠিন্য হতে পারে।
5/10
অতিরিক্ত মাখানা খেলে গ্যাস হতে পারে। পেট ফুলে থাকে। অস্বস্তি হতে থাকে দিনভর। ফাইবার এবং কার্বহাইড্রেট ফারমেন্ট হতে শুরু করলে এমন ঘটে।
6/10
মাখানা ক্যালসিয়ামে সমৃদ্ধ। কিন্তু অতিরিক্ত কেলে হাড়ের টিস্যুতে ক্যালিসিয়াম জমা হতে থাকে। এর ফলে অনমনীয় হয়ে ওঠে হাড়।
7/10
ডায়বিটিসের রোগীরা মাখানা খেতে পারেন। কিন্তু অতিরিক্ত খেলে রক্তচাপ একেবারে কমে যেতে পারে। দুর্বল হয়ে পড়বে শরীর। মাথা ঘুরতে পারে।
8/10
বাদাম বা ফলের বীজে অ্যালার্জি যাঁদের, তাঁদের সতর্ক হতে হবে। মাখানা থেকেও অ্যালার্জি হতে পারে। চুলকানি, ফোলাভাব, ব়্যাশ, শ্বাসকষ্ট হতে পারে।
9/10
মাখানায় অক্সালেট থাকে। বেশি খেলে কিডনিতে পাথর হয়। কিডনিতে পাথর থাকলে বা তেমন কোনও রেকর্ড থাকলে এড়িয়ে চলুন মাখানা।
10/10
মাখানার গুণগান শুনছেন বলেই ডায়েটে যুক্ত করতে যাবেন না। আগে পরামর্শ নিন বিশেষজ্ঞের। ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Published at : 26 Feb 2025 03:23 PM (IST)