Relationships Tips: সুতো হালকা হওয়া মানেই সম্পর্কে ইতি নয়, যে কারণে আরও শক্ত করে ধরবেন তাঁর হাত
জীবনের সবকিছুতেই একটা সময় একঘেয়েমি আসে। সম্পর্কের ক্ষেত্রেও তেমন হওয়া স্বাভাবিক। কোথাও কিছুর অভাব থেকে যাচ্ছে, কোথাও একটা খটকা লাগছে, এমন মনে হতেই পারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু মনে হওয়া মানেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে, এমনটা বাধ্যতামূলক নয়। বরং সম্পর্কের ইতিবাচক দিকগুলি খুঁটিয়ে বিশ্লেষণ কার উচিত। কী কী লক্ষণ দেখলে, সম্পর্কে প্রাণ ফেরাতে উদ্যোগী হওয়া উচিত, জেনে নিন।
সম্পর্কে শরীর, মন, দুই-ই জড়িয়ে থাকে। পরস্পরের সঙ্গে মানসিক সংযোগ কতটা গভীর, সেটা আগে দেখা উচিত। আবেগ এবং অনুভূতির উপরই মূলত দাঁড়িয়ে থাকে সম্পর্ক। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে মানসিক ভাবে কতটা জড়িয়ে, তা বুঝতে হবে।
সম্পর্কে লিপ্ত থাকলেও, দুই ব্যক্তির মধ্যে কথোপকথনে ছেদ পড়ে অনেক সময়। কিন্তু কিছু মানুষ আছেন, যাঁরা পরস্পরের থেকে কিছু লুকিয়ে রাখতে পারেন না। যে কথা কাউকে বাল যায় না, তা কাছের মানুষটিকে বলতে পারেন অনায়াসে। এই বিশ্বাস এবং ভরসার জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সম্পর্কে ভালবাসা, রাগ সবকিছুই থাকে। মাঝে মধ্যে তাতে তালও কাটে। কিন্তু সম্মান তার চেয়েও গুরুত্বপূর্ণ। অতি সঙ্কটজনক পরিস্থিতিতেও যদি পরস্পরকে অসম্মান করার কথা ভাবতে না পারেন, বরং পরস্পরকে সমীহ করেন, তাহলেও আরও একবার সুযোগ দেওয়াই যায় সম্পর্ককে।
দু’জন মানুষের মধ্যে বনিবনা হওয়ার নেপথ্যে থাকে একাধিক কারণ। মনের মিল থাকে যেমন, তেমন লক্ষ্য এবং মূল্যবোধও হয় এক। সামান্য এদিক ওদিক হওয়াতে সবকিছু বিসর্জন দেওয়া উচিত নয়। বরং ভাবতে সময় নিন।
যে কোনও সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরস্পরকে যদি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন, জানবেন নিরাপদ জায়গাতেই রয়েছেন। কারণ বিশ্বাস যদি টিকে থাকে, একসঙ্গে সবকিছুর মোকাবিলা করতে পারবেন।
ঝগড়া-ঝাঁটি হতেই পারে। তার পরও যদি পরস্পরকে দেখতে, একসঙ্গে সময় কাটাতে ইচ্ছে করে, অহেতুক মনকে দমিয়ে রাখা উচিত নয়। পরস্পরের সঙ্গ পেলেই যদি আর কিছুর প্রয়োজন না পড়ে, তাহলে নিরাপত্তাহীনতার কারণ নেই তেমন।
যাঁকে ভালবাসেন, তাঁর ভাল চাওয়াই স্বাভাবিক। কঠিন পরিস্থিতিতে পরস্পরের ক্ষতি না করে যদি পরস্পরের মঙ্গলই কামনা করেন, লক্ষ্যে পৌঁছতে যদি সাহায্য করেন পরস্পরকে, জানবেন দীর্ঘমেয়াদি হতে পারে সেই সম্পর্ক।
ক্ষমা করে দিতে পারা, সবচেয়ে বড় গুণ মানুষের। অতি বড় ভুল হওয়ার পরও যদি পরস্পরকে ক্ষমা করে দিতে পারেন, বুঝবেন মানসিকতার দিক থেকে অত্যন্ত পরিণত আপনারা। তাই ইতিউতি ফাটলগুলিকে এড়িয়ে, সম্পর্ককে আরও মজবুত করে তুলুন। ডিসক্লেইমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -