Office Romance: অফিসে সহকর্মী কি বিশেষ নজরে দেখতে শুরু করেছেন আপনাকে? বুঝুন এই লক্ষণগুলি দেখে
পেটের জোগান করতেই রোজ অফিস যাওয়া। কাজ ভালবাসলেও, সেই ভালবাসার টানে অফিস যান, বুক ফুলিয়ে বলতে পারবেন না কেউই। কারণ অফিস বলতেই হাড়ভাঙা খাটুনি, পাওয়া না পাওয়ার কথা মনে পড়ে যায় আমাদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু মাঝেমধ্যে এর ব্যাতিক্রমও ঘটে। অফিসে দিনভর মুখগুঁজে কাজ করতে অসুবিধা হয় না, যখন অফিসেরই কোনও সহকর্মী বিশেষ গুরুত্ব দিতে শুরু করেন, একটু বেশি স্নেহ, ভাললাগা বুঝিয়ে দেন কথাবার্তায়।
যদিও ব্যস্ততার ফাঁকে অনেক সময়ই সহকর্মীর এই অনুরাগের কথা অজানা রয়েছে যায়। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় সব। শুধু কিছু লক্ষণের দিকে নজর রাখতে হবে।
হয়ত গুরুত্বপূর্ণ কাজের কথাই চলছে, কিন্তু সেই সহকর্মী আপনার চোখ থেকে চোখ সরাচ্ছেন না। মাঝে মধ্যে এদিক ওদিক হয়ত একটু ঘুরছে নজর, কিন্তু পরমুহূর্তেই ফের চোকে চোখ রাখছেন দীর্ঘ ক্ষণ। এমন হলে বুঝতে হবে। আপনার সঙ্গে গভীর সংযোগ গড়তে ইচ্ছুক সামনের জন।
ক্যান্টিনে খেতে যাওয়া হোক বা ব্যালকনিতে একটু হেঁটে নেওয়া, অথবা বাইরে কোথাও খেতে যাওয়া, দেখবেন আপনাকে ভাললাগে যাঁরা, সব জায়গাতেই পাশে পাশে থাকছেন। কখনও হয়ত আপনা থেকেই চা বা রেস্তরাঁয় খেতে যাওয়ার কথা পাড়ছেন। বুঝবেন, আপনার সঙ্গ পেতে চান তিনি।
সবক্ষেত্রে আপনার অনুকরণ করছেন কেউ, আপনি হাত গুটিয়ে দাঁড়ালে, তিনিও তাই করছেন, আপনি কতা বলার সময় সামনে ঝুঁকলে, তিনিও ঝুঁকছেন। বুঝতে হবে আপনার সঙ্গে সংযোগ গড়ে তুলতে চাইছেন সামনের
কর্মসূত্রেই পরিচিতি, কাজের বাইরে কোনও কথা নেই। কিন্তু আগ বাড়িয়ে যদি কেউ আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন, সপ্তাহান্তে কী করছেন, কোথায় যাচ্ছেন জানতে চান যদি কেউ, বুঝবেন তিনি আপনার প্রতি আগ্রহী।
সারাক্ষণ আপনাকে হয়ত জ্বালাতন করেন কেউ, হাসি-মস্করা করে আপনাকে রাগিয়ে দেন। বুঝবেন আপনার পাশে থাকতে ভাললাগে তাঁর। আপনাকে হাসিখুশি দেখতে চান।
কাজের জায়গায় অন্যায় কিছু ঘটতে দেখলে সহকর্মীর পাশে থাকাই দস্তুর। কিন্তু নিজের বিপদ হতে পারে জেনেও যদি আপনার পাশে দাঁড়ান কেউ, বিপদের সময় সব কাজ পেলে আপনাকে রাস্তা দেখান, বুঝবেন আপনার প্রতি টান রয়েছে তাঁর।
কোন দিন কোন জামা পরে অফিসে এলেন শুধু তাই নয়, কোন দিন, কোনখানে, কী কথা বলেছিলেন, তা যদি পুঙ্খানুপুঙ্খ মনে রাখেন কেউ, আপনার পছন্দ অপছন্দ যদি মুখস্থ হয় তাঁর, বুঝবেন আপনাকে বিশেষ জন বলে মনে করেন তিনি।
দু’জনের বিভাগ হয়ত আলাদা। কাজের ধরনও হয়ত আলাদা। কিন্তু সর্বদা আপনার কাছাকাছি থাকছেন কেউ। অন্য জায়গা খালি থাকতেও হয়ত আপনার পাশেই বসছেন, ক্যান্টিনেও তাই, বাড়ি ফেরার সময়ও পাশপাশি হাঁটা, বুঝবেন সরাসরি ভাবেই নিজের ভাললাগা প্রকাশ করছেন তিনি।
এমনিতে প্রাণোচ্ছল সারাক্ষণ, কিন্তু আপনাকে দেখলেই হয়ত নার্ভাস হয়ে পড়ছেন কেউ। পা দোলাচ্ছেন, চুলে হাত চলে যাচ্ছে, কথা বলতে গিয়ে আটকে যাচ্ছেন। বুঝবেন, আপনার সামনে নিজেকে বিশেষ ভাবে তুলে ধরতে চান তিনি। কোথাও কোনও বিচ্যুতি হচ্ছে ভেবেই নার্ভাস হয়ে পড়ছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -